পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ о খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । প্রেরিত ৩২২-২৪ । ঘিরিমিয় ৩১।৩১-৩৪। এবং ইব্রীয়দের প্রতি পত্র ইত্যাদি। সুতরাং ধৰ্ম্মপুস্তকের আদিভাগ ও অস্তভাগের মুখ্য ইতিহাস ও শিক্ষা সকল সাবধানৰূপে বিবেচনা করিলে অপক্ষপাতি প্রত্যেক লোক পূৰ্ব্বোক্ত সিদ্ধান্তে সন্মতি প্রদান করিবে । 4. ৩। আদমাবধি খ্ৰীষ্ট পৰ্য্যন্ত মনুৰোঁরা যে সকল নৈবেদ্যাদি উৎসর্গ করিয়াছিল, বিশেষতঃ ষে ২ রীতি বিহুদীয়দের মধ্যে স্থাপিত হইয়াছিল, ঐ সকল কেবল প্রভু যীশু খ্রীষ্টের দৃষ্টান্ত ও প্রতিবিম্বস্বৰূপ । ছিল। ফলতঃ খ্ৰীষ্ট নিজেই অাদি বলিস্বৰূপ ছিলেন ; এবং পরমেশ্বর তাহার ভাবি.প্রায়শ্চিত্তের অনুরোধে খেদিত ও বিশ্বাসকারি পাপিগণ এবং নিদর্শনৰূপ তাহাদের নৈবেদ্য সকলকে গ্রাহ করিতেম। এ বিষয়ে ইব্রীয়দের প্রতি পত্রের মধ্যে স্পষ্টৰূপে লিখিত আছে । অতএব ধখন প্রভু যীশু খ্ৰীষ্ট মানবদেহ ধারণ করিয়া আপনাকে বলিৰূপে উৎসর্গ করিলেজ, তখন উক্ত রীতি ও বাহ ক্রিয়া সকল অন্যথা না হইয়া পূর্ণ হইল; তাহাতে যেমন নদী সকল সমুদ্রে গিয়া মিলিত হয়, ও নক্ষত্রগণের অালে স্থূর্যের জ্যোতিতে লোপ পায়, তেমনি তেজস্কর ধৰ্ম্মৰূপ কুৰ্য্য