পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& &り খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। পুস্তক পরীক্ষা করাতে ইহাই সপ্রমাণ হইয়াছে, যদ্যপি তাহ রচনা করিতে ১৬০০ বৎসর গত হইয়াছিল, তথাচ তাহার মধ্যে এক কথা অন্য কথাকে খণ্ডন না করিয়া সকলেই পরস্পর ঐক্যতা রাখে ; আর তন্মধ্যে প্রথমাবধি শেষ পয্যন্ত ন্যায় ও দয়াবিশিষ্ট কেবল একটি ত্রাণের পথ প্রকাশ পায়, তাহাতে জগতের ইতিহায় ও প্রকৃত অবস্থার সহিত কোন অনৈক্য আর লৌকিক বিদ্যার বিরুদ্ধ কোন কথা নাই। অতএব খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মদ্বারা পরমেশ্বরের সত্যতা স্পষ্টৰূপে স্থাপন হইরাছে, এবং তাহার স্বভাবের আরো একটি চিকু ব্যাখ্যা করা গিয়াঁছে। - ৬ অধ্যায় । - পরমেশ্বরের সর্বসামর্থের বিষয়। । পরমেশ্বর সঞ্চাশক্তিমান। (৫ পৃষ্ঠে দেখ ।) ইহার প্রমাণ ধৰ্ম্মপুস্তকের ভূরি ২ স্থানে লেখা অাছে, যথা'; - ' , , পরমেশ্বর ইব্রাহীমকে দর্শন দিয়া কহিয়াছিলেন, “আমি সৰ্ব্বশক্তিমান ঈশ্বর ; আমার সাক্ষাতে ধৰ্ম্মচরুখ কুঁরিপ্ল সিদ্ধ হও " আ ১৭ } & {