পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় j’ পরমেশ্বর পবিত্র । * > উক্ত সকল শাস্ত্রানুসারে ঈশ্বরের নিগুৰ্ণ অবস্থার কিছু বর্ণনা হইতে পারে না। আর তিনি সগুণ হইয়া জীবময় হন ; অতএব তৎকালে তাহাতে কী ২ গুণ বৰ্ত্তে, ইহা পশ্চাল্লিখিত আট অধ্যায়ের মধ্যে নির্ণয় করা যাইবে । ১ অধ্যায় । পরমেশ্বরের পবিত্রতার বিষয় । হিন্দু শাস্ত্রের অনেক২ স্থানে লেখা আছে যে পরমেশ্বর পবিত্র ; যথা, উপরি লিখিত উপনিষদের বচন পরমেশ্বরের পবিত্রতা দশায়। তিনি যদি কেবল সগু৭াবস্থাতে জ্ঞেয় হন, তবে আমাদের এই বিচার করা কৰ্ত্তব্য যে সেই অবস্থাতে পবিত্ত্বৰূপে জ্ঞেয় হন'কি না। ঈশ্বর.ঐ সকল শাস্ত্রানুসারে ব্ৰহ্ম বিষ্ণু শিব এই তিন প্রধান দেবতাৰূপে আবির্ভাব হন। ভাল, ঐ তিন দেবতাতে বৰ্ত্তমান থাকিয়া তিনি আপনাকে পবিত্রৰূপে প্রকাশ করেন, কি না? সুতরাং ইহঁাদের মধ্যে থাকিয়া যদি তিনি পবিত্রৰূপে প্রকাশ না পান, তবে কিসেতে প্রকাশিত হইবেন? এই তিন দেবতাদের মধ্যে শ্ৰেষ্ঠ কে ? এবিষয়ে