পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের সর্বসামথ্যের বিষয় । ( S এই গুণ প্রকাশ হয় নাই ; কারণ তিনি শান্ত হইতেন, নিদ্রা যাহঁতেন, আহারাদিদ্বারা আপনাকে সবল করিতেন, আপন শত্ৰুকর্তৃক ধৃত হইয়া ক্রুশে টাঙ্গান গেলেন ; অবশেষে তিনি মরিলেন ও কবরস্থ হইলেন। এই সকল মনুষ্যেরই ক্রিয়া, সৰ্ব্বশক্তিমানের নয় ইহা সুস্পষ্ট আছে; আর ইহা ধৰ্ম্মপুস্তকানুসারে সমুদয় খ্ৰীষ্টিয়ানগণ স্বীকার করে। ফলতঃ তিনি কেৰল ঈশ্বর নন, কিন্তু মনুষ্যও ছিলেন ; আর ধৰ্ম্মপুস্তকের কোন স্থলে লিখিত নাই মৃে তাহার মনুষ্যত্ব সৰ্ব্বশক্তিমান ছিল, কেবল র্তাহার ঈশ্বরত্বের বিষয়ে এমত প্রমাণ দেয়। তিনি মানৰ দেহ ধারণ করিয়া আর ২ মনুষ্যগণের ন্যায় বাল্যকাল কাটাইয়। পরে যুবা হইলেন, এবং ভোজন ও পান করিতেন, ও শ্রম করিয়া ক্লান্ত হইতেন, ও বিশ্রাম ও প্রার্থনা করিতেন, ও দুঃখভোগ করিয়া শেষে মরিলেন ; এক্ষণে সংক্ষেপে কাল, পাপ ব্যতীত অন্যান্য ৰিষন্নে তিনি অন্য মনুষ্যের মত ছিলেন। ১ তী ২।৫। ইব্রী ২৬–১৮ ও ৪।১৫। জার যদি ঐ সকল লক্ষণ র্ত্যহাতে না থাকিস্ত, তবে তিনি প্রকৃত মনুষ্য হইতেন না । সুতরাং তিনি যে অভিপ্রায়ে আসিয়াছিলেন, তাহ সম্পন্ন করিতে ঐ সকল