পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&

  • や খ্ৰীষ্টধর্ম পরীক্ষণ ।

গণের পাপ ক্রিয়া সম্পূৰ্ণৰূপে তাহার পবিত্র স্বভাবের বিপরীত হয়, তৎপ্রযুক্ত তাহাদের প্রতি তিনি অন্য প্রকার ব্যবহার করবেন ; আপনার এই মানস প্রকাশার্থে ঈশ্বর দুঃখিত ও অনুতাপকারি মনুষ্যের ন্যায় কথা কহিয়াছেন এবং কৰ্ম্মও করিয়াছেন । ইহার প্রমাণ দেখ, মনুষ্যেরা কখন ভালহইতে মন্দের ও কখন বা. মন্দহইতে ভালর প্রতি বিকৃত হয় ; তাহাতে ধৰ্ম্মপুস্তকে লেখে, পরমেশ্বরও তাহাদের সহিত তদনুৰূপ ব্যবহার করেন ; যেমন নিনিবীয়দের বিষয়ে কথিত আছে, যথা ; “ যখন তাহারণ আপন ২ কুপথ ত্যাগ করিল, তখন ঈশ্বর তাহাদের এমত ব্যবহার দেথিয় তাহাদের প্রতি যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছিলেন, তদ্বিষয়ে ক্ষুন্ত হইয় ৩iধু করিলেন না।” যুনস ৩। ১° । ধৰ্ম্মপুস্তকে আরো এই শিক্ষা দেয়, যে ঈশ্বরের যত তুৰ্জ্জন ও প্রতিজ্ঞা প্রায় সকলই নিয়মযুক্ত আছে। ইহার প্রমাণ, পরমেশ্বর কহিতেছেন, যথা ; “ একবার অামি কোন জাতির কিস্থা, রাজ্যের বিষয়ে উমূলের ও উৎপাটনের ও বিনাশের কথা কহি, তাহাতে আমি য়ে দুন্থিয়া প্রযুক্ত তাহার বিরুদ্ধে কথা কহি, তাহহইতে যদি সেই জাতি পরাবৃত্ত হয়, তবে তাহার প্রতি