পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়। ] সৃষ্টির কারণ। レ〉" প্রশ্বাস দেন, ও তন্মধ্যস্থ তাবৎ জঙ্গমকে প্রাণ দেন, সেই প্রভু পরমেশ্বর কহেনঃ” ইত্যাদি। যিশা ৪২। ৫। তদ্রুপ অন্তভাগেও লিখিত্ব আছে, যথা ; “ হে আমাদের প্রভো ঈশ্বর, তুমিই প্রভাব ও গৌরব ও পরাক্রম গ্রহণের যোগ্য ; কেননা সমস্তই তোমার সৃষ্ট বস্তু, এব^ তোমার ইচ্ছাতেই তাহ উৎপন্ন ও সৃষ্ট হইয়াছে।” প্রকা ৪। ১১। ধৰ্ম্মপুস্তকের অনেক স্থলে এমত ভূরি ২ প্রমাণ লিখিত আছে, যথা ; কল ১ । ১২ ৷ ইত্যাদি । ২ অধ্যায় । মনুষ্যাদির উৎপত্তির কারণের বিষয়। পরমেশ্বর আপন মাহাত্ম্য ও দয়া প্রকাশ করশার্থে মনুষ্যাদি সৃষ্টি করিলেন। ডাহার আর একটি অভিপ্রায় এই, যেন সকল প্রাণিরাজাপন ২ স্বাভাবিক গুণানুসারে তদনুগামী হইয়া উপহার সুখের অংশী হইতে পারে। মনুষ্যের সৃষ্টির বিষয়ে ধৰ্ম্মপুস্তকে লেখে, যথা; - “পরমেশ্বর মৃত্তিকাদ্বারা মনুষ্য নির্মাণ করিয়া তাহার