পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] ঈশ্বর ও মনুষ্যের পরসপর সম্বন্ধ । وبما যে উত্তম ফল ও তাহা লঙ্ঘনে যে দগু হইবে, তাহা সুস্পষ্টৰূপে বুঝাইয়া দিলেন। অতএব মনুষ্যদের উচিত যে আপন ভ্ৰষ্ট ঈশ্বরেতে বিশ্বাস ও ভরসা করে, এবং ভয়পূর্বক তাহাকে আপনাদের সমস্ত অন্তঃকরণ ও মন এবং শক্তি দিয়া প্রেম করে, আর আত্মাতে ও সত্যতাতে র্তাহার ভজনা করে, ও সৰ্ব্বদা স্ট্রাহাতে আনন্দ করত র্তাহার গুণ কীৰ্ত্তন করে, ও তাঙ্গার নামের ও বাক্যের গৌরব করে, এবং যাবজ্জীবন তাহার সেবাতে রত থাকিয়া তাহার স্থানে প্রার্থনা করে ; এই সকল বিষয়ে ঈশ্বরের সহিত মনুষ্যদের সম্বন্ধ আছে। ২। মনুষ্যদের পরস্পর কর্তব্যাচরণের বিষয়ে ধৰ্ম্মপুস্তকে লিখিত আছে, যে প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম করা উচিত হয়, এবং অন্যদেরুহইতে যে ৰূপ ব্যবহার ভাল বাসে, তদ্রুপ তাহলেরও প্রক্তি করিতে হয়। পিতামাতাকে প্রেম ও সমাদর করত । র্তাহাদের আজ্ঞাবহ হইতে হয়, এবং প্রয়োজনমতে র্তাহীদের উপকার করিতে হয় ; রাজাকে সম্মান পূর্বক তাহার কর্তৃত্বের অধীন থাকিতে হয়; শিক্ষকগণকে মান্য করিতে হয় ; শ্ৰেষ্ঠ ব্যক্তি দিগকে আদর করত তাছাদের সহিত নমতাচরণ I 2