পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ १ হিন্দুধর্মের পরীক্ষা। [৮ খণ্ডের লেন ; তন্নিমিত্ত্বে পাৰ্ব্বতী বড় ক্রোধাম্বিত হইয়া আপন স্বামী মহাদেবকে নানা প্রকার ক্লটবাক্য কছিরা ভর্ৎসনা করিলেন। আর এক সময়ে মহাদেব মায়াৰূপী মোহিনীকে বলিলেন, যদি আমি তোমাতে একবার উপগত হই, তবে আপনার সমস্ত তপস্যার ফল তোমাকে দিব। পুনুশ তিনি এক সময় অত্রি মুনির তপস্যা ভঙ্গ করিবার নিমিত্তে উপহার সম্মুখে যাইয়া উলঙ্গ হইয়া নাচিতে লাগিলেন। লেখা আছে যে ঐ মুনির শাপদ্বারা শিবের পুরুষচিত্ন পতিত হইল। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার নিম্ন লিখিত কথা হিন্দুলোকেতে বিদিত আছে ; যে অত্রি মুনির স্ত্রী অনসূয়া সকল স্ত্রীলোকহইতে বড় পতিব্ৰতা ছিল, অতএব তাহাকে ব্যভিচারিণী করিবার কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন জনে ভিক্ষুকের বেশ ধারণ করিয়া তাহার দ্বারে গিয়া ভিক্ষী যাদ্ধা করিলেন। যখন অনসূয়া দ্বারে আসিয় তাহাদিগকে ভিক্ষা দিতে লাগিল, তখন র্তাহার কহিলেন, আমর। এ ভিক্ষা গ্রহণ করিব না। আমরা ক্ষুধিত আছি; যদি তুমি আমাদিগকে ঘরে লইয়া গিয়া উলঙ্গ হইয়। ভোজন করাও, তবে আমরা থাকি, নতুবা চলিয়া যাই। তখন অনসূয়া আপন পতির নিকটে যাইয় তাবৎ বৃত্তান্ত কহিল ; পরে তাহার আজ্ঞা পাইয় তাহাদিগকে ভোজন করাইতে আপন গৃহমধ্যে লইয়া গেল। র্তাহারা