পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] মূসার আশ্চৰ্য্য ক্রিয়। సెని ১ অধ্যায় । তাশ্চর্য ক্রিয়ার বিষয় । ১। আদিভাগে লিখিত আশ্চর্য্য কৰ্ম্ম । বাইবলের প্রথম পঞ্চপুস্তকের লেখক মুসা ঈশ্বরের আজ্ঞাতে অনেক আশ্চর্য্য কৰ্ম্ম করিয়াছিলেন। বিশেষতঃ তিনি মিসৰু দেশের নদীকে রক্তময় করিলেন ; এবং ঐ দেশকে ভেকেতে ও তদুপরিস্থ আকাশকে বাকে২ মশা উশাদি পোকাতে পূর্ণ করিলেন, ও তাহার ধূলা সকল উকুণময় করলেন ; আর মিসরীয়দের গ্রাম্য পশুদের মধ্যে মড়ক আনাইয় তাহদের শরীর বিস্ফোটকে পূর্ব করিলেন। তিনি অগ্নি ও শিলাবৃষ্টিদ্বারা তাহদের বৃক্ষ ও ফলাদি নষ্ট করলেন; পরে তাবৎ প্রদেশে পঙ্গপাল আনাইলে অবশিষ্ট তৃণ শস্যাদি যে কিছু রক্ষা পাইয়াছিল, তাহা তদ্বারা সকলই নষ্ট হইল। অপর তিনি মিসর দেশকে তিন দিন পর্যন্ত এমত অন্ধকারাবৃত করিলেন, যে কোন ব্যক্তি আপন স্থান ছাড়িয়া অন্যত্র যাতায়াত করিতে পারিল না। অবশেষে মুসা ফিরেীণ রাজাকে কহিলেন, অদ্য রাত্রিতে তোমার এবং তাবৎ মিসরীয়দের