পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి & খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। - [s খণ্ডের ডাঙ্গায় উঠিল, তখন মিসরীরের সমূদ্রের মধ্যস্থলে থাকিতে পরমেশ্বর মূসাকে কহিলেন: ਦ੍ਰਸ਼ਿ সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার কর; তাহাতে মিসরীয়দের উপরে পুনৰ্ব্বার জল আসিবে। তখন মূসা সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলে সমুদ্র সমন হইয় ফিরোণের রথ ও অশ্বারূঢ়গণকে আচ্ছাদন করিল, তাহাতে মিসরীয়দের এক জনও বাচিল না। তখন ইসায়েল বংশের এমত আশ্চৰ্য্য পরাক্রম দেখিয়া পরমেশ্বরের প্রতি ভয় করত তাহাতে ও র্তাহার দাস মুসাতে বিশ্বাস করিল * । পুনশ্চ মুসা ঈশ্বরের আজ্ঞাতে ইস্রায়েল বংশকে আরব দেশের অরণ্যে লইয়া গেলে, তাহারা তথায় জল না পাইয়া বড় কাতর হইল ; তাহতে পরমেশ্বর মূসাকে যষ্টিদ্বারা শৈলে আঘাত করিতে অনুমতি দিলেন। তখন মুসা তদ্রুপ করিলে ঐ সমস্ত লোকদের এবং তাহাদের পশুদের কারণ প্রচুর জল মির্গত হইল +। পরে তাহারা অরণ্যের মধ্যে কোন খাদ্যদ্রব্য না পাণ্ডুয়াতে পরমেশ্বর স্বৰ্গহইতে তাহা“দের জন্যে মান্না নামক এক অদ্ভুত আহার বর্ষণ করিলেন; ত্বাহা প্রত্যহ শিবিরের চতুস্পার্শ্বে পড়িলে তাহারা তাহা সংগ্ৰহ করিয়া ভোজন করিত। এই ৰূপে চল্লিশ বৎসর পর্য্যস্ত এক স্থানহইতে &

  • যা ১৩। ২১, ২২ ও ১৪ অ যা ১৭। ১-৬ । ১০৫ গীত ৪৯ ।