পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] শিহুদীয়দের বিষয়ে ভবিষ্যদ্বাক্য । $ $ So করিবার জন্যে এই যথেষ্ট প্রমাণ হইত; কিন্তু ইহা ছাড়া ভবিষ্যদ্বক্তাদের গ্রন্থে আর গীত পুস্তকে এবং অস্তভাগে যিজ্ঞদায়গণের বিষয়ে আরও অনেক আশ্চৰ্য্য ভবিষ্যদ্বাণী আছে। তন্মধ্যে দুই একটি কথা এস্থানে উল্লেখ করিতেছি । fষরীলে নগর নষ্ট হইলে যিহোশূয় তাহার পুনর্গথকের বিষয়ে এই ভাবিৰাক্য বলিয়াছিলেন; সেই নগরের পত্তনের সময়ে তাহার জ্যেষ্ঠ পুত্ৰ ও দ্বার স্থাপনের সময়ে তাহার কনিষ্ঠ পুত্ৰ মরিবে। এ কথা ৫০০ বৎসর পরে পূর্ণ * হইল। যোশিয় রাজার জন্মের ৩০০ বৎসর পূর্বে র্তাহার নামাদি বিষয়ে ভাবিবাক্য কথিত হইয়াছিল। বিশেষতঃ দাম্বুদ বংশে তাহার জন্ম झझेद् ; ७ যাজকদিগকে ধুপত্বলনকারি দেবপূজকগণের উচ্চ স্থানের উপর উৎসর্গ করবেন, এবং তাহার উপরে মনুষ্যদের অস্থি দগ্ধ করিবেন। এই ভাবিবাককহনের সময়ে দুই আশ্চৰ্য্য চিকু দেখা থিয়ছিল, অর্থাৎ দেবপূজক যারাবিয়াম রাজ্ঞার হস্ত শুষ্ক হইয়া গেল,এবং যে বেদির উপরে দেবতার উদ্দেশে

  • মিহে ৬ । ২৬ ; ও রী ১৬ ৩৪ ৷

L 2