পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] “ ঘিহুদীয়দের বিষয়ে ভবিষ্যদ্বাক্য । Ş 3 “তুমি বন্ধনী ও র্যোয়ালি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে দেও। পরে যে দুড়গণ ফিরুশালমে সিদিকিয় রাজার নিকটে আসিতেছে, তাহাদের দ্বারা ইদোমের রাজার ও মোয়াবের রাজার ও আঁন্মোন ব^শের রাজার ও সোরের রাজার ও সৗদোনের রাজার নিকটে তাহা প্রেরণ কর, এব^ আপন কৰ্ত্তার নিকটে কথনীয় বাক্য বিষয়ে তাহাদিগকে এই আদেশ কর, ইসুয়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমরা আপন ২ প্রভুকে এই কথা বল; আমি আপনার মহাপরাক্রম ও বিস্তীর্ণ বাহুদ্বার জগৎ ও তন্নিবাসি মনুষ্য ও পশুগণকে সৃষ্টি করিয়াছি, এব^ যাহাকে যাহা দিতে আমার ইচ্ছা, তাহাকে তাহ দিয়া থাকি। সম্রতি আমি আপন দাস বাবিলীয় নিবৃথদনিৎসর রাজার হস্তুে এই সকল দেশ সমর্পণ করিলাম, এব^, তাহার দাস্য কৰ্ম্ম করণার্থে বন্যপশুদিগকেও তাহাকে দিলাম। অতএব মৰ্ব্বজাতীয় লোক তাহার ও তাহার পুত্রের ও তাহার , পৌত্রের দাস হইবে।” যিরি ২৭। ২-৭ । এই ভাবি বাক্যেতে বিরক্ত হইয়া যিহুদুয়েরা - '聯 *" - যিরিমিয়কে কারাবদ্ধ করিল ; এবং যে পৰ্য্যন্ত নিবৃখদনিৎসর ঐ নগর লইয়া তাহাকে মুক্ত না করিল, সে পৰ্য্যন্ত তিনি *সেই স্থানে থাকিলেন। বিশেষতঃ কএক জন ভাক্ত ভবিষ্যদ্বক্তা যিরি

  • বিরি ৩৯। ১১-১৪ ।

L 3