পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] রাম ও কৃষ্ণ অপবিত্র । ? ? বিলাস করিয়া এই সম্প্রসারে মুরারির মন বড় হৰ্ষিত হইয়াছিল।” আরো লেখে যথা ; · Α গোবিন্দো বল্লবীনামধররসসুধা^ প্রাপ্য সুরসাস ইত্যাদি। অর্থাৎ “গোবিন্দ গোপীগণের অধরামৃতকে পাইলেন।” যখন সকল ব্রজবালিকা একত্র হইয়া যমুনাতে স্নান করিতে গেল, তখন কৃষ্ণ তাহাদের বস্ত্র হরণ করিয়া কদম্ব বৃক্ষে উঠিলেন, আর তাহাদিগকে জলের বাহিরে আসিয়া উলঙ্গ হইয়া আপনার অনুগ্র দাড়াইতে আজ্ঞা করিলেন । ইহার অধিক বর্ণন করিবার কিছু প্রয়োজন নাই, কেননা সেখানকার লোকেরণ অদ্য পর্য্যন্ত ঐ বৃক্ষের আদর করিয়া যাত্রিকদিগকে তাহ দেখায় । আরও লেখা আছে, দণ্ডী রাজার "যে ঘোটক রাত্রিকালে সুন্দরী স্ত্রী হইত, কৃষ্ণ তাহাকে লইবার নিমিত্ত্বে ভীমসেনের সহিত যুদ্ধ করলেন, কিন্তু লইতে পারলেন না । তিনি আয়ান ঘোষের স্ত্রী রাধাকে প্রেম করিয়া কী রূপে বাহির করিয়াছিলেন, ইহা সকলেই জ্ঞাত আছে । আর ব্রহ্মবৈবৰ্ত্ত পুরাণে কৃষ্ণের জন্মখণ্ডে লেখা আছে, যে ঐ রাধার প্রতি প্রেম প্রযুক্ত তিনি অবতার হইয়াছিলেন । অতএব এই সকল কথা ভিন্ন অন্য শাস্ত্রহইতে আর ২ প্রমাণ সংগ্ৰহ করিবার আবশ্যক নাই, কেননা ইহাদ্বারা স্পষ্টৰূপে জানা যাইতেছে যে o