পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' ४१ ० খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । ৪ে খণ্ডের লোকেরা তাহ আক্রমণ করিয়া পরাজয় করিল ; সিকন্দরের দ্বারা পারস্য রাজ্য "দ্বংস হইলে মিসর দেশ মাকিদনীয়দের, পরে রেশমীয়দের, তৎপরে সারাসেনদের, তাহার পর মামলুকদের অধীন হইল ; এখন তাহা তুরকী রাজ্যের এক প্রদেশ স্বৰূপ হইয়া আছে। ফলতঃ তত্রস্থ লোকদের আচার ব্যবহারও অধম, কেননা তাহারা অতিশয় বিশ্বাসঘাতক, ও লোভী এবং দ্বেষী; আর গত ২৪০০ বৎসরের মধ্যে মিসর দেশীয় কোন লোক তাহার রাজা হয় নাই। রাজাধিরাজার সর্বজ্ঞ পরমেশ্বরের ঐ কথা অদ্য পর্যন্ত অটল রহিল । হণৰশ দেশের বিষয় । যিশায়িয়, যিহিস্কেল, ও মহুম ভবিষ্যদ্বক্তৃগণ কর্তৃক কুশ বা হাবশ নামক দেশের নাশ • স্পষ্টৰূপে প্রকাশিত হইয়াছিল। প্রাচীন ইতিহাস গ্রন্থদ্বারা নিশ্চয় অবগত হইতেছি * যে প্রথমে আশ্বরীর রাজগণ পরে পারস্য রাজা সেই দেশ আক্রমণ করিয়া তাহা লুট করিয়াছিল। আর খ্রীষ্টের জন্মের সময়ে রোমীয় লোকেরাও তাহা লুটপাট করিল, তৎপরে সরাসেন, তুরকী ও আর ২ মুসলমান জাতিরা তাহ হস্তগত করিয়াছে।

  • শিী৯৮ ও ২ অ । যিহি ৩০ । ৪-৬ ।