পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] ’ গ্রীষ্টের বিষয়ে ভবিষ্যদ্বাক্য । * 文* সপ্তাহ নিরূপিত হইয়াছে। অতএব ইহা বিবেচনা করিয়া বুক, ধিক্কশালমের পুননিৰ্ম্মিতি হওনের আজ্ঞা প্রকাশ করণাবধি মসীহ (অর্থাৎ অভিষিক্ত ত্রাতা) অধ্যক্ষ পর্য্যন্ত সাত সপ্তাহ আর বাষষ্টি সপ্তাহ হইৰে; এৰ দুৰ্গতি বিশিষ্ট কালে চক ও প্রাচীর পুনৰ্ব্বার গৃথিত হইবে। এবণ বাষষ্টি সপ্তাহের পরে অভিষিক্ত ত্ৰাতা দীনহীন श्झेझ उँछ्बि श्झेरलम !” मी २ ! २8-६७ ।। এই সকল কথা সম্পূৰ্ণৰূপে ব্যাখ্যা করিতে গেলে অধিক কাল লাগিৰে ; এজন্যে সংক্ষেপে বলি ; অৰ্বসন্ত রাজের যিৰূশালম নগর পুননিৰ্ম্মাণের অনুমতি দেওন সময়াবধি খ্রীষ্টের মৃত্যুকাল পর্য্যন্ত সত্ত্বরি সপ্তাহ অর্থাৎ ৪৯০ বৎসর গু হইল। উপরি লিখিত কথার ফলিতাৰ্থ এই খ্ৰীষ্টকে পাপের জন্যে বলিৰূপে উৎসর্গ করিতে হইবে; এবং তদ্‌ারাই ভবিষ্যদ্বাক্য মুদ্রাঙ্কিত অর্থাৎ সমাপ্ত হইবে, তাহাতে র্তাহার ও র্তাহার নিজ প্রেরিতগুণের পরে আর কোন ভবিষ্যদ্বক্তা হইবে না । হগয় ও মালাখি ভবিষ্যদ্বক্তৃগণ এই সংবাদ দিয়াছিলেন, হুিদীরের বাৰিলহইত্ত্বে ফিরিয়া আ`বিষ্যস্থলের গণমানুসারে এক দিম এক বছরকে বুঝায়। যিহি ৪। ১-৮ দেখ। অতএব শ্রীষ্টের মরণ সময় উক্ত ভবিষ্য দ্বাঞ্চছারা অতি সূক্ষরূপে নিরূপিত হইয়াছে। به مجسد او هم }۲tif اسد: t a1ی +"