পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > *、* খ্ৰীষ্টধর্ম পরীক্ষ। [৪ খণ্ডেয় সিয়া যে মন্দির গণথিয়াছিল, সেই মন্দির থাকিতে খ্ৰীষ্ট আসিবেন। এখন ১৭০৪ বৎসরের অধিক হইল ঐ মন্দির সমূলোৎপাটিত হইয়াছে, অতএব খ্ৰীষ্ট তৎকালের পূর্বেই কোন সময়ে আসিয়া থাকিবেন, ইহা সুস্পষ্ট বোধ হইতেছে। খ্রীষ্টের জন্মস্থান ও ক্রিয়াদির নিৰূপণ। খ্ৰীষ্ট কোন বংশে ও কোথায় জন্ম গ্রহণ করবেন, এ বিষয়ে মীথ এই ভাৰিবাক্য কহিরাছিলেন, যথা; x “ হে বৈৎলেহম ইফুথি, মদ্যপি তুমি যিহুদা দেশের সকল রাজধানীর মধ্যে ক্ষুদ্র হও, তথাপি অতিপূৰ্ব্বকাল বরণ অনাদিকাল যাহার উৎপত্তি স্থান, তিনি আমার আজ্ঞাতে ইসুয়েলের রাজা হওনার্থে তোমার মধ্যহইতে . উৎপন্ন * হইবেন।” মী ৫ । তিনি দায়দ বংশীরা এক কুমারীর গর্ভে জন্ম গ্রহণ করবেন ; তিনি নানা প্রকার আশ্চৰ্য্য ক্রিয়। করবেন, যথা অন্ধকে চক্ষু, ও মৃতকে জীবন দিxर्दनं.हेडग्नानि; डिनि নম্র ও শান্ত হইবেন ; বিহুদীয়দের কাছে অগ্রাহ্য হইবেন, ও দরিদ্রগণের নিকটে মুসমাচার প্রচার করবেন, এই সকল সংবাদ ভবিষ্যদ্বক্তৃগণ কর্তৃক + তদ্বিষয়ে কথিত হুঁই- *অক্ষৰ মথির ২ i ৫,৬ পদের সহিত তুলনা কর। ।