পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ খ্ৰীষ্টধর্মপরীক্ষাd" [৪ খণ্ডের দর্শাইয়াছিলেন, যে খ্রীষ্ট সকলের উপর রাজত্ব র্তাহাকে দত্ত হইবে;" এবং বিন্ধশালম আরম্ভ করিয়া জগতের সকল জাতির নিকটে পরিত্রাণ খ্রষ্টের রাজত্বের বিষয়। খ্ৰীষ্ট সকল দেশীয়দের নিকটে ঈশ্বরের রাজ্যের দ্বার মুক্ত করিবেন, ইহাও পূৰ্ব্বে লিখিত হইয়াছিল। এই কথা । পূর্ণ হওয়াতে বিস্ত্রীর ও অন্য দেশীয়দের মধ্যে যে বিভিন্নতা এবং খ্রীষ্টের কৰ্ত্তব্য প্রায়শ্চিত্তের দৃষ্টান্তস্বৰূপ বলিদানাদি, পূর্বে নিৰূপিত হইয়াছিল, সে সকল স্থগিত হইবে। ১১০ গীতে এই ভাবিকথা আছে, তিনি .মলকীষেদকের মতানুসারে রাজা ও খাজক উভয়ের কৰ্ম্ম করবেন?” সুতরাং যাজকপদণ্ড পরিবর্ত হইবার সম্ভাবনা ছিল। ফলতঃ খ্ৰীষ্ট নিজে রাজাও ৰাজক হইয়া হারোপের বংশকে ঐ দেহইত্তে চু্যত করিলেন।... . . . মালাথির পুস্তকে এই কথা লেখা আছে, যথা: “সুর্যের উজ্জয়াচল অবস্থি, অম্বাচল পৰ্য্যন্ত অন্য জাতীয়দের মধ্যে আমার নাম গৌরবস্থিত হইবে, ও -- تمام تیمهای محیمیانه

  • ক্ষণ ২। ২-৪। মাখ ২৮ ১৬—২• ইক্ল্যাদি।