পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* రిy খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । , [s its t রিকর সকল ক্লিষ্ট ও ভীত হইয়া নিকটে যাইতে পারিল না ; অবশেষে তাহাদের চেষ্টা বিফল হওয়াতে, তাহাদিগকে ঐ কৰ্ম্মহইতে ক্ষান্ত হইতে হইল। আমিয়েনস্ মাসেলীনস্থ নামে সম্রাটের এক পরম বন্ধু এই সাক্ষ্য দিয়াছেন। সেই সময়াবধি অদ্যপর্য্যস্ত খ্রীষ্টের বাক্য বৃথা করিবণর জন্যে কেছ এমত দুষ্ট চেষ্টা করে নাই । ফলতঃ তিনি কহেন, “স্বর্গ ও পৃথিৱীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ * হইবে না।” । খ্রীষ্ট জাপন শিষ্যগণকে কহিয়াছিলেন, “ তোমর ধৰ্ম্মের নিমিত্তে তাড়িত এবং অনেকে হত হুইবা।” এই কথা বিলক্ষণ পূর্ণ হইয়াছে, বরঞ্চ এক্ষণেও অনেকে খ্রীষ্টের কারণ স্থান বিশেষে তাড়না ও মৃত্যু ভোগ করিতেছে। তিনি আপন শিষ্যদিগকে তাহ সহ্য করিতে শিক্ষা দিয়াছিলেন, • যথা; “দেখ,কেচ্ছয়kব্যাঘ্র সমুহের মধ্যে যেমন মেষবৎস, অপ তোমাদিগকে পাঠাইতেছি।” আর তাহাদিগ্ধের আখাম জন্ম ওমার্থে তিনি ইহা প্রতিজ্ঞা করিয়াছেন, “পরলোকের দ্বারিগণ অামার মঙলীকে ॥-পরাজয় করিতে পরিবে না।” অর্থাৎ

  • ম ২৪ 13411 ষো ১৫।১৮-২১, ১২ ২। লু ১০। ৩। ॥ম ১১ ১৮