পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8* খ্ৰীষ্টধর্ম শ্বরীক্ষা। नध*म ४९ 1, খ্ৰীষ্টধৰ্ম্ম-সম্বন্ধীয় অন্যান্য বিষয়ের বিচার। সদ্ধৰ্ম্মের সকল লক্ষ৭ খ্রীষ্টধৰ্ম্মে থাকাতে তাঙ্ক যে ঈশ্বরদত্ত বটে ইহা সপ্রমাণ হইয়াছে; এবং তাহা ব্যতিরেকে আর সত্য ধৰ্ম্ম নাই, ইহাও দেখান গিয়াছে; অতএব যদিও তন্মধ্যে এমন কোন ২ বিষয় থাকে যাহা বুঝিতে পারা যায় না, তথাচ যে কেহ পরিত্রাণ প্রাপ্ত হইতে ইচ্ছা করে, তাহাকে অবশু তাল গ্রহণ করিতে হইবে। ফলতঃ অস্তিক মতাবলম্বির, অর্থাৎ যাহার। ঈশ্বর প্রকা'শিত কোন ধৰ্ম্ম স্বীকার না করিয়াও বিশ্বাস করে, যে এক ঈশ্বর আছেন, এবং "জগতের উপরে .সম্পূর্ণ জ্ঞান, ন্যাস্থ্য ও পবিত্রত বিশিষ্ট হইয় রাজদণ্ড-করিতেছেন; তাঁহাদেরও মতানুসারে এমন অনেক২ মিগুঢ় বিষয় অাছে, যাছ'ছাছাদের বিবেকার সিদ্ধ হয় বোধ ন অতএব ষে ধৰ্ম্ম ঈশ্বরীয়ৰূপে প্রমাণীকৃত হইয়াছে, তষ্মধ্যস্থ কঠিন কথাতে আমাদের বিশ্বাসের বাধা