পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়। খ্ৰীষ্টধর্মে পরামননের উপায় ও কারণ। ১৭৩ “ তিনি নিরীক্ষণ করিয়া ধনিলোকদিগকে, আপম ২ দান ভাণ্ডারে রাফিতে দেখিলেন ; এব^ একৃ দীনহীন বিধবাকেও সেই স্থানে দুই পাই রাথিত্নে দেখিলেন। তাহাতে তিনি কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই দরিদ্র বিধবা সৰ্ব্বাপেক্ষা অধিক রাখিল ; কেননা উহারা সকলে আপন ২ প্রচুর, ধনের কিঞ্চিৎ ২ ঈশ্বরোদেশ্য দানের সহিত রাথিল, কিন্তু এই দীনহীনা দিনপাতের জন্যে আপনার যে যৎকিঞ্চিৎ ছিল, তাহ সমুদয় রাখিল।” লু ২১ । ১-৪ ! ২। খ্ৰীষ্টধৰ্ম্মে পরামনন করণের উপযুক্ত কারণ এবং উপায় নিৰ্ব্বাহ করে। । - এই দুঃখময় জগতে পাপ হরণার্থে ঈশ্বর যীশু খ্ৰীষ্টৰূপে অবতীর্ণ হইয়াছেন, ইহা ধৰ্ম্মপুস্তকেতে প্রকাশ করে। ঐ কৰ্ম্ম সাধন করণার্থে তিনি অনেক छ्रं ও ক্লেশ সহ করিতেন, অবশেষে যাহারা তাহার প্রতি ফিরে, তাহাদিগন্ধে পরামনন ও পাপত্যাগ করিবার ক্ষমতা দণ্ডনার্থে আপনার , প্রাণ পৰ্যন্ত সমর্পণ করিলেন। শুিনি এই ৰূপে ব্যবস্থার অভিশাপহইতে পাপিগণুকে মুক্ত করিয়া অপনার ও আপন ব্যবস্থার পবিত্রতা, এবং । আপন অসীম প্রেম’ তাহাদিগকে দেখান। যে ব্যক্তিরা ঈশ্বরে দয়াতে ইহা দেখে, তাহদের মনে ζα