পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।]' খ্ৰীষ্টধর্ম সব প্রকার পাপ দূর করে। ১৮১ ৩। খ্ৰীষ্টধৰ্ম্ম কোন প্রকারই পাপ করিতে অনুমতি দেয় না ; বরং সৰ্ব্বদা সংক্রিয়ায় রত থাকিতে উপরোধ করে। . R হিন্দুরা বলিয়া থাকে, কলি যুগে অন্তঃকরণের কুঅভিলাষ সকল পাপৰূপে গণিত নহে; বরং তাহাদের ও মুসলমানদের ধৰ্ম্মে দেখ যায়, যে কখন ২ পাপ পুণ্যৰূপে গণ্য ক্রয়, যখ; প্রয়োজন মতে মিথ্যা কথা ও চুরি আর ত্যা ও ব্যভিচার এবং আত্মঘাত ইত্যাদি করিলে দোষ হয় না; এবং কোন ২ সময়ে সৎকৰ্ম্ম তাহদের মতে পাপৰূপে গণ্য হয়। পরন্তু খ্ৰীষ্টধৰ্ম্মে এমত শিক্ষার লেশ মাত্র নাই। তাহাতে কোন প্রকার পক্ষপ করিবার বাবুস্থ নাই, এবং মনুষ্যের কুইচ্ছার পোষকতা কখন ছয় নু। খ্ৰীষ্টধৰ্ম্ম মনুষ্যের তাবৎ ইন্দ্রিরগণকে দমন করে, আর তাহাতে লৌকিক আচার ও কুতর্ক সকল দোষীকৃত হয় ; তথাচ সেই ধৰ্ম্ম মনুষ্যগণের যথার্থ, বন্ধু, কেননা তাহার অভিপ্রায় ও ফল এই, যে তদুরা তাহদের পারমার্থিক পীড় সকল ও মনের মলিনতা দূর হয়, এবং তাহাদের মন ইন্দ্রিয়গণকে জয় করিলে জাহfর স্বৰ্গ রাজ্যে স্নাইবার য়োগ্য হইয়া উঠে ।