পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ન્ડિ খ্ৰীষ্টধর্ম পরীক্ষণ । ’ [৫ খণ্ডের ক্তির চারি বা পাচ স্ত্রী থাকে, তাহার ঘরে ঈর্ষ্যা বিবাদ ও বচসা ইত্যাদি প্রায় সৰ্ব্বদা হয়। পুনশ্চ, স্ত্রীগণকে শিক্ষা দিলে ও তাহণদের প্রতি যথোচিত আদর করিলে বড় উপকার হয় ; বিশে তঃ স্ত্রীগণকে দাসী ও মুখৰূপে রাখিলে তাহার কী প্রকারে আপন ২ লিস্তানদিগকে শিক্ষা দিতে ও শাসনাদি করিতে পরিবে ? অধিকন্তু ইহাতে স্বামির মুখ ও সাস্তৃন এবং স্ত্রীপুরুষ উভয়ের নীতিশিক্ষা ও সদাচার ক্রমে ২ বুদ্ধিষ্ণু হয়। আরও বলি, এই ধৰ্ম্মে দরিদ্রগণকে শিক্ষা দিতে ও বৃদ্ধদিগকে সম্মান করিতে দৃঢ়ৰূপে আজ্ঞা দেয়, ইহাতে সৰ্ব্বসাধারণের মহা উপকার জন্মে। শরীরের আরামার্থে ও সুৰ্ব্বশক্তিমান ঈশ্বরের ভজনার্থে সপ্তাহুের মধ্যে এক দিন নিৰূপিত হইয়াছে ; তাহাতে অতিদরিদ্র লোকেরাও ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত হওনের সাবকাশ পাইয়া মরণান্তে স্বর্গে প্রবেশ করিবার জন্যে প্রস্তুত হইষ্ঠে পারে। এই ধৰ্ম্মে শুভাশুভ দিনের নিৰূপণ * নাই;*এবং তাছার লক্ষণ মান্য করিতেও দৃঢ়ৰূপে নিষেধ আছে। আর কী প্রকারে মিত্র

  • মদ ཧཱ་མཱ་ করিবার জন্যে কোন দিন শুম্ভ নয়, এবং ভাল করিষার নিমিষে কোন দিন অশ্বম্ভ হয় মা ।