পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:: 8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । ৫ খণ্ডের র্তাহার দয়া দেখিয়া দয়ালু হয় ; এবং তাহার পবিত্রতা, ন্যায্য ও সত্যতা দেখিয়া পবিত্র, ন্যায়কারী ও সত্যবাদী হয়। . অধিকন্তু খ্ৰীষ্টৰূপ অৰতারে ঈশ্বরীয় তাবৎ গুণের অধতার দৃশু হয়। অতএব ধৰ্ম্মপুস্তকে ঈশ্বরের নানা গুণ কেবল কথাতে নয়, কিন্তু ক্রিয়াতেও, বিশেষতঃ মনুষ্যদের পরিত্রাণের কৰ্ম্মে প্রকাশিত আছে। ইহা নিরন্তর ধ্যান করত, বিশ্বাসকারি ব্যক্তি খ্রীষ্টের পদচিত্ত্বে গমন করে। এৰূপে সে ঈশ্বরের অনুগ্রহে ক্রমে ১ সমস্ত উত্তম কৰ্ম্মে ভূষিত হইরা অবশেষে স্বর্গে যাইবার কারণ প্রস্তুত হয়। যদ্রুপ দক্ষিণ চক্ষুর বাম চক্ষুর সহিষ্ঠ ঐক্য আছে, তদ্রুপ ধৰ্ম্মপুস্তক মনুষ্যের অবস্থার সহিত মেল রাখে ; এবং এই ধৰ্ম্মের শিক্ষা সকল ঈশ্বরের গুণ ও স্বভাবের মহিত সেই প্রকায়েও ঠিক মিলে । আর মনুষ্যের যদ্রপ 'স্বভাব ও চরিত্রের আবশ্ব্যক আছে, এই ধৰ্ম্মের শিক্ষা ও অভিপ্রায় ভাদৃশ স্বভাব ও চরিত্র উৎপন্ন করিবার উপযুক্ত হয় ; তাহাতে যে কেহ সত্যৰূপে খ্ৰীষ্টধৰ্ম্ম অবলম্বন করে, তাহার খ্ৰীষ্টীয় স্বভাব জন্মে, এবং যে প্রকার মুখাবস্থা খ্ৰীষ্ট আপন “শিষ্যগণকে দিতে প্রতিজ্ঞা করিয়াছেন,