পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o হিন্দুধর্ম পরীক্ষা। [১০খণ্ডের রাম লক্ষণকে তাহার নাক কাণ কাটিতে পরামর্শ দিয়া পাঠাইলেন; তাহাতে স্থৰ্পনখা পেীছিলে তিনি সেই মত করিলেন । এই নিমিত্তে রামের সহিত রাবণের বৈরিভাব জন্মিল। পুনশ্চ রাম বৃক্ষের আড়ালে থাকিয়া বালিকে বাণদ্বারা মারিলেন, রাবণ একবার তাহাকে স্তৰ স্তুতি করিলে তিনি তাহার নিকটে অঙ্গকার করিয়াছিলেন, যে “ আমি তোমাকে কখন বধ করিব না;” পরে দেবতাদের পরামর্শে রাবণ রামকে দুৰ্ব্বাক্য বলিলে তিনি তাহাকে হত করিলেন। রাবণের মৃত্যুর পরে রাম তাহার স্ত্রী মন্দোদরীকে কহিলেন, “তোমার বৈধব্য দশা কল্পন হইবে না ;” কিন্তু সেই স্ত্রী তখনই ঐ দুৰ্দশাতে পতিত হইয়াছিল। - ৫ । কৃষ্ণ কি সত্যবাদী? পুৰ্ব্বে লিখিত আছে, কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে মিথ্যা কথা কহাইলেন, এই নিমিত্তে যুধিষ্ঠিরকে নরক দর্শন করিতে হইল। পুনশ্চ কৃষ্ণের বিষয়ে এই কথা মহাভারতে আছে; তাছার দৃষ্টি রাধার প্রতি পড়িলে এক দিন কোটিলা নাম্নী তাহার ননদ ঐ দুই জনকে রৰ্তিকেলি করিতে এক