পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] রাম ও কৃষ্ণ মিথ্যাবাদী । 8 * স্থানে দেখিল ; তজ্জন্য রাধা বড় ভীত হইয়া কৃষ্ণকে কহিল, ননদ আমার পতিকে এই কথা কহিয়া দিলে তিনি অগমাকে মারিয়া ফেলিবেন । তখন কৃষ্ণ তাহাকে কহিলেন, “ ভয় করিও না । তিনি কখন যদি আইসেন, তবে আমি কালীৰূপী হইব ; তুমি আমার পূজা করিতে আরম্ভ করিও, তাহাতে রক্ষা পাইবা।” পরে রাধার ননদ যাইয়া আপন ভাইকে ঐ সকল কথা কহিয়া দিল । তাহাতে আয়ান ঘোষ আসিয়া দুই জনকে সেই প্রকার দেখিতে পাইল, অর্থাৎ কৃষ্ণ কালীৰূপ ধরিয়াছেন, আর রাধা তাহার পূজা করিতেছে। অদ্যাবধি এই কথা স্মরণার্থে ঐ চারি জনার চারি প্রতিমা নিৰ্ম্মিত হইয়া থাকে ; যথা, এক কৃষ্ণকালী, দ্বিতীয় রাধা, তৃতীয় আয়ান ঘোষ, চতুর্থ কোটিলা । হায় ২। এমত ব্যভিচারি ও কপট ৰূপধারি ব্যক্তি কি কখন সত্যময় পরমেশ্বর হইতে পারেন? , অতএব হিন্দু শাস্ত্রের প্রমাণানুসারে সভ্যতা ঐ সকল দেবগণের মধ্যে নাই, সুতরাং "াছার পরমেশ্বর হইতে পারেন না । в 3