পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] ত্রিদেব সৰ্ব্বশক্তিমান নহেন । 8 ○ দিয়াছিল, তাহাতে র্তাহারা কিছুই করিতে পারিলেন না। পরে যখন অত্রি মুনির স্ত্রী ঐ তিনের প্রতি জল ছিটাইয় তাহাদিগকে ক্ষুদ্র ২ বালক বানাইয়া দোলনাতে শুয়াইয়া রাখিল, তখন তাহারা বড় হইয়া সেখানহইতে কেন চলিয়া যান নাই ? আর যখন শুম্ভ নিশুম্ভ তাহীদের প্রতি আক্রমণ করিল, তখন ঐ দৈত্যদের সম্মুখবর্তী কেন হইতে পারিলেন না ? ঐ সময় তাহাদের সর্বশক্তিমত্তা কোথায় রহিয়াছিল? পুনশ্চ ব্ৰহ্মা কেন আপন মস্তক রক্ষা করিতে পারিলেন না ? অার মহাদেব আপন লিঙ্গকে কেন পুনরায় সংলগ্ন করিতে পারিলেন না? আর বিষ্ণুকে ভৃগুর অভিশাপে কেন সাতবার পৃথিবীতে জন্মগ্রহণ করিতে হইল ? আর তিনি দৰ্প করিলে কৃষ্ণকর্তৃক কেন গিলিত হইলেন ? ২। রাম ও কৃষ্ণ কি সৰ্বশক্তিমান ? রাম আর কৃষ্ণ বিষ্ণুর অবতাররূপে বিখ্যাত, অতএব যদি বিষ্ণকেই সৰ্ব্বশক্তিমান করিয়া জানা গেল না, তবে তাহাদিগকে কেমন করিয়া সৰ্ব্বশক্তিমান জানা যাইবে ? বিশেষতঃ, রাম যদি সৰ্ব্বশক্তিমান ৰটেন, তবে তিনি রাবণের সহিত