পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 হিন্দুধর্ম পরীক্ষা। [৯ খণ্ডের যুদ্ধ করিবার কারণ ভল্লুক ও বানরের সহায়তার অপেক্ষা কেন করিলেন ? অার তিনি লঙ্কাতে যাইবার নিমিত্তে রাবণের • ন্যায় দিব্য রথারোহণ করত আকাশ পথে কেন গমন করেন নাই? কিম্বা হনুমানের মত সমুদ্রকে মা লঙঘিয়া কেন অনেক পরিশ্রম স্বীকার পূর্বক সেতু বন্ধন করিলেন? কৃষ্ণের বিষয়ে রাক্ষসকে বধ করা, আর গোবৰ্দ্ধন পৰ্ব্বতকে ধারণ করা ইত্যাদি অনেক আশ্চৰ্য্য কথা লেখা আছে বটে ; পরন্তু ইহা বিবেচনা করা কৰ্ত্তব্য, যে তিনি অন্য ২ সময়ে নিতান্ত অশক্ত ও দুৰ্ব্বল ছিলেন,তাহাতে র্তাহার ঐ সকল

  • রাবণের পরাক্রুমের বিষয়ে বাল্মীকি রামায়ণের আদ্যকাণ্ডে লেখা আছে ; ”

বিশ্বস্রবার পুত্র রাজা দশানন । পাইল ব্ৰহ্মার বর করি আরাধন ॥ তার তেঞ্জে স্বগে দেব রহিতে না পারে। দেবের দেবতা করে দুষ্ট বলাৎকারে ॥ ঘুচাইল যমের যতেক অধিকার । সুৰ্য্যের উদয় নাই সদা অন্ধকার ॥ চন্দ্রের কতেক কব নাহি তার জ্যোতি । বহুকাল প্রভূ স্বগে অন্ধকার রাতি। বরুণের ঘুচিল্প অগাধ যত জল। নিৰ্ব্বাণ হইল অগ্নি নাইিক প্রবল ॥" কুবের হরিন্স ধন পাইয়া তরাস। গুহুগণের অধিকার হইল বিনাশ ॥