পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ৬ অধ্যায় ] দেবগণের মধ্যে কেহই সৰ্ব্বশক্তিমান নহেন । ৪৭ এক জন দৈত্য বিষ্ণুর মস্তক ছেদন করিলে পৰন তাহাকে অগ্নিতে ফেলিয়া দিল। ব্রহ্মবৈবৰ্ত্ত পুরাণে লেখা আছে, এক দিবস বিষ্ণু আপনাকে সৰ্ব্বশ্ৰেষ্ঠ বলিয়া শ্লাঘা করিতেছিলেন, এমত সময়ে কৃষ্ণ আসিয়া তাহাকে গিলিয়া ফেলিলেন। আরও লিঙ্গপুরাণে লিখে, ব্ৰহ্মা এবং বিষ্ণু যখন প্রধান হইবার নিমিত্তে, পরস্পর যুদ্ধ করিতেছিলেন, তখন শিব তাহাদিগকে পৃথক করিলেন । কালিকাপুরাণে লিখে, বিষ্ণু বরাহ অবতার হইলে শিব সরভ ৰূপ ধারণ করিয়া তাহাকে সপরিবারে খাইয়া ফেলিলেন। হরিবংশে লিখিত আছে, বিষ্ণু দক্ষের যজ্ঞেতে শিবের মূল ধরিয়া টিপিলে র্তাহার শ্বাস প্রায় বদ্ধ হইল, তাছাতে শিব পলঃয়ন করিলেন ; আর গল টিপাপ্রযুক্ত শিবের কুণ্ঠ নীলবর্ণ হয়। কিন্তু ভাগবতে লিখে, যে সমুদ্রমন্থন সময়ে মহাদেব অমৃত জ্ঞানে বিষপান করিলেন, তাহাতে তিনি নীলকণ্ঠ হইলেন । বামনপুরাণে লিখিত আছে, শিব আপনার শ্বশুর দক্ষকে বধ করাতে ব্ৰহ্মবধাপরাধী হইলেন এবং ঐ পাপে মুক্ত হইবার নিমিত্তে র্তাহাকে কাশীতে গমন করিতে হইল । বিষ্ণুপুরাণের পঞ্চমাংশে লেখে,