পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যয় ] হিন্দুশাস্ত্রে ঈশ্বর বিষয়ক জ্ঞান অপ্রাপ্য। 6 (t “ কোন গ্রামে ছয় জন অন্ধ ছিল। দৈবাৎ এক হস্তী সে স্থানে আইলে এক জন অন্ধ তাহার প। ধরিয়া বলিল, হস্তী তাল বৃক্ষের মত বটে। আর এক জন হস্তির কর্ণ ল্পর্শ করিয়া কহিল, না ! হস্তী সূপের মত। তখন অন্য ব্যক্তি তাহার শুণ্ড ল্পর্শ করিয়া কহিল, তোমরা দুই জনষ্ট মিথ্যা কহিতেছ, কেননা হস্তী মূষলের মত, পরে আর এক ব্যক্তি তাহার লাঙ্গুল, ধরিয়া বলল, তোমরা, নিতান্ত অজ্ঞান ও পুবঞ্চক, আমি নিশ্চয় জানিতেছি হস্তী সপের মত |’ এই দুষ্টান্ত এস্থলে উত্তমৰূপুে খাটে ; দেখ, শাস্ত্রাদির রচকগণ প্রত্যেকে ঈশ্বরের একাংশমাত্র পাইয়া উক্ত, অন্ধ " ব্যক্তিদের ন্যায় নানা মিথ্য তর্ক বিতর্ক করিয়াও তাছার সত্যু তত্ত্বের বর্ণনা লিখিতে পারে নাই, কারণ তাহাদের ঈশ্বরবিষয়ক যথার্থ জ্ঞান কাহারও ছিল না } অতএব হিন্দুধৰ্ম্ম পরীক্ষা করিলে তন্মধ্যে পরমেশ্বরের একটি গুণও পাওয়া যায় না; ইহাতে নিশ্চয় প্রামাণ্য হইল যে সেই ধৰ্ম্মম্বারা পরমেশ্বর বিষয়ক জ্ঞান কদাচ হইতে পারে না। ইতি । হিন্দু ধৰ্ম্মের পরীক্ষার প্রথম খণ্ড সমাপ্ত।