পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ &o হিন্দুধর্মের পরীক্ষা। ' [২ খণ্ডের দ্বিতীয় খণ্ড । হিন্দু শাস্ত্র লিথিত মনুষ্যাদির উৎপত্তিবিষয়ক বিচার । سیاستہ میسس۔ সত্যধৰ্ম্মেতে জগৎ সৃষ্টি আর মনুষের উৎপত্তি এবং তদুৎপত্তির কারণ যে কিছু বর্ণনা করা যায়, তদ্বারা পরমেশ্বরের গুণ ও মহত্ত্ব প্রকাশ হইবে। (৬ পৃষ্ঠায় দেথ । ) বেদ শাস্ত্র আর পুরাণ সকল ঈশ্বরের বাক্য বলিয়া হিন্দুগণকতৃক সৰ্ব্বত্র মান্য হয় ; কিন্তু সৃষ্টির বিশেষতঃ মনুম্যের উৎপত্তি এবং তদ্যুৎপত্তির কারং ও কৰ্ত্তার বিষয়ে সে সকলের মধ্যে অত্যন্ত বিরোধ এবং ভিন্ন ২ অনেক মত দেখা যাইতেছে ; এবং তুল্লিখিত সৃষ্টির বিবরণ যথার্থ বিদ্যার সহিত মিলে না। কিন্তু “ পরমেশ্বর সত্য, সুতরাং তাহার কথা সকলও সত্য ; এই জন্যে তাহণদের মধ্যে এক কথা অন্য কথাকে খণ্ডন করিতে পারে না । অতএব পূরমেশ্বরদত্ত শাস্ত্র এক হউক কিম্বা অনেক হউক, তথাপি সে সকলের পরস্পর অনৈক্য কদাচ সম্ভবে না। আরও পরমেশ্বর সমুদয় জগ