পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যয় j নানা শাস্ত্রে লিখিত সৃষ্ট্যাদির বর্ণন । G. S. সৃষ্টিকৰ্ত্তী পবন হইয়া তাহার উপরে ভূমণ করিতে ২ ভূমিকে জলমগ্ন হইতে দেখিলেন, তাহাতে তিনি বরাহরূপ ধারণ করিয়া তাহাকে উদ্ধার করিলেন । পরে আপনি বিশ্বকৰ্ম্ম হইয় তাহাকে সুধরাইলেন ; এই রূপে সে প্রথিত অর্থাৎ পৃথিবী, রূপে খ্যাত হইল। পরে তিনি পৃথিবীর উপর ধ্যান করত দেবতাগণ ও বসু সকল এব^ আদিত্যগণের সৃষ্টি..করিলেন। তখন ঐ দেবতাদি সকলে সৃষ্টিকৰ্ত্তাকে কহিল, আমরা কী প্রকারে সৃষ্টি করিব ? তিনি কহিলেন, আমি যেমন উগ্র তপস্যাদ্বারা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, তেমনি তোমরাও কর । পরে তিনি তাহাদিগকে আকাশগগ্নি দিলে তাহারা তদ্বার তপস্যা করিয়া এক বৎসরের মধ্যে একটি গাভি নিৰ্ম্মাণ করিল।” এই রূপ আরও বর্ণনা আছে । ৪। মুণ্ডক উপনিষদে লেখা আছে, “ যেমত মাকডুসা আপন লাল উদীরণ করিয়া পুনরায় তাহাকে গিল্পে, এবণ যন্দ্রপ বৃক্ষাদি ভূমিহইতে নিৰ্গত হইয় পুনরায় তাহাতেই লীন হয়, আর যে প্রকার চুল এবণ রোম মনুষ্যের দেহেতে উৎপন্ন 'श्श, সেই মত তাৰ সৃষ্ট বস্তু অবিনাশিহইতে উৎপন্ন হইতেছে।” e ৫ । মনুশাস্ত্রের প্রথম অধ্যায়ে সৃষ্টির উৎপত্তির বিষয়ে এইৰূপ বর্ণনা আছে। যথা ; আলৗদিদ৭ তমোভূত৭ অপ্রজ্ঞাতমলক্ষণ । অপ্রতক মবিজ্ঞেয়ণ প্রসুপ্তমিব সৰ্ব্বতঃ ॥ ততঃ স্বয়ম্ভু ভগবানব্যক্তে ব্যঞ্জয়ন্নিদ৭ । মহাভূতাদি বৃত্তেজ প্রাদুরাসাত্তমোনুদঃ ॥