পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] ঈশ্বরের সহিত মনুষ্যের সম্বন্ধ। レッ* ২ অধ্যায়। ঈশ্বরের সহিত মনুয়ের সম্পর্কের বিষয় । পরমেশ্বরের সহিত মনুষ্য কী সম্পর্ক রাখে? কি আপনার সমস্ত কৰ্ম্মের হিসাব তাঙ্গকে দিতে হুইবে? যদি তাহার নিকটে নিকাশ দিতে হয়, তবে মনুষ্য পাপ করিলে তাহার ক্ষম পাইবার ভরসা থাকে কি না? এবং যদি থাকে, তবে সে কী ৰূপে ক্ষমা পাইবে? সত্য ধৰ্ম্ম এই সকল প্রশুের তৃপ্তিজনক উত্তর অবশ্য প্রদান করিবে । হিন্দু ধৰ্ম্মানুসারে মনুষ্যের আত্মা ঈশ্বর হইলেও সম্পূর্ণ ৰূপে অদৃষ্টের বশতপন্ন হয়, তাহাতে র্তাহার পূজার রীতি সকল অনাবশ্যক এবং অকপ্তব্য, ইহা যুক্তিদ্বারা স্পষ্ট বোধ হইতেছে। কিন্তু বেদ শাস্ত্র ও পুরাণ এ বিষয়ে এবং আর ২ সকল ৰিষয়ে অত্যন্ত অসঙ্গত ; তাঁহাতে ঈশ্বরারাধনার এবং তাবৎ প্রকার ধৰ্ম্ম ক্রিয়ার অসংখ্য ২ বিধি তন্মধ্যে ব্যক্ত আছে । মনু শাস্ত্রেতে পাপ দূর করণার্থে দেবতাগণের

  • কোন স্থলে লিখিত আছে । ** ভক্তি ভক্ত ভগবান গুরু চতুৰ্নাম বস্তু এক,” অর্থাৎ ভগবান গুরু ভক্ত এবং ভক্তি এই চারি নাম, কিন্তু স্বস্তু এক মাত্র ।

I 2