পাতা:সন্দেশাবলি.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(. ہ ہ دُ ) জলেশ্বর lt বঙ্গ দেশে ও কলিকাতা হইতে ৮৬ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে এব- সুবর্ণ রেখা নদীর পূর্ব দিগে মেদিনী পুর সমৃক্ত জলেশ্বর নামে এক নগর আছে, ই- ১৮০৩ বাপ ১২১০ শালের প্রাককালে ঐ নদী বঙ্গ দেশের দক্ষিণ সীমা ছিল। ২০৩ ৷৷ জাজগড় 11 আজমের রাজ্যে জাজগড় নামে এক নগর আছে, এ নগর কোটা নগরের জালেম সি-২হ কর্তৃক প্রায় ই-২ ১৮০৩ বাণ ১২ ১০ শালে উদয়পুরের রাণ ੋਲ অধিকৃত হইয়াছিল, এই নগরাধীন ৮৪ গ্রাম আছে, তন্মধ্যে ২২ গ্রামে কেবল মিনাস জাতির বসতি, তাহার রূপবান ও বলৰান, এবণ২ ধনুৰ্বাণধারী ও খড়গ শিক্ষায় নিপুণ এব^ দলু ব্যবসায় দ্বার: কালযাপন করে, ও রাজ কর না দিয়! কায়িক পরিশ্রম দ্বার। শোধ করে, এব-২ গু মান্তর হইতে গৃহস্থের ধন ও সন্তানাদি চৌর্য্য করিয়া স্বদেশে প্রত্যাগমন করত, বালকের দিগকে স্বজাতি ভূক্ত করিয়া স্বব্যবসায় শিক্ষা করায় আর কন্যার দিগকে নিক টস্থ গ্রামে বিক্রয় করে, ইহার হিন্দুজাতি এবং শিবপুজা করিয়া থাকে। ২০ 8 || জাজপুর ৷ কটক নগরে ও বৈতরণী নদীর দক্ষিণ দিগে ও কটক নগর হইতে ৩৬ ক্রোশ পূৰ্ব্ব উত্তর দিগে জাজপুর নামক এক নগর আছে, এ অতি বৃহন্নগর ছিল, এব" মোগল জাতির রাজ্য কালে প্রসিদ্ধ হইয়াছিল, তন্নিমিত্ত্বে অদ্যাপি যাবনিক দেবালয়ের বহু চিহ্ন দূষ্ট হয়, বিশেষতঃ আবুহসর ঐ কর্তৃক নির্মিত এক দেৱালয় অাছে, এ নগরে ঐ বৈতরণী নদী প্রায় অৰ্দ্ধ ক্রোশ প্রশস্ত হইবেক, এই নদীভিন্ন নানা ক্ষুদ্র নদী ও এনগরে