পাতা:সন্দেশাবলি.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১ ০৬ ) এবণ মেষের লোম দ্বারা নির্মিত হয়, সে লোম অতিশয় পরি যুরি হইয়া থাকে। ২১৫ । ঝিঙ্গওয়ার II গুজরাট দেশে কুলী জাতির অধীনে ঝিঙ্গওয়ার নামে এক দেশ আছে, তথা ৬০ ০০ সহস্র গৃহ আছে, সে সকল গৃহে উক্ত জাতির বাস করে, ইহারা পূৰ্ব কালে রাজপূত জাতি ছিল, কিন্তু কি কারণে যে নীচ জাতি ভুক্ত হইয়াছে, তাহ কিছু ব্যক্ত নাই। এদেশের নগরের নাম সূর্তপুর, সে পূৰ্বকালে পটম নগরের রাজা শিবরাও জয় সিংহ কর্তৃক স্থাপিত হয়, এব০২ ঐ নগরস্থ যে দুর্গ সে শিখ জাতীয় কোন ব্যক্তি কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল, এ দেশের নিকট রণ নদীর তীরে যথেষ্ট লবণ পুস্থত হয়, ঐ লবণে অনেক রাজ কর উৎপন্ন হয়, এ দেশের প্রধান লোকের আফিম ভক্ষণ করে, ইতর লোকেরা দসু্যুবৃত্তি করিয়া থাকে, এবং এতদেশস্থ এক দেবালয়ে সূর্যের মূৰ্ত্তি অাছে। ২ ১৬ ৷৷ ll গুজরাট পুদেশে রাহধনপুরের ও থিরাদের মধ্য স্থলে টড়া নামক এক নগর আছে, তাহাতে পুরি ২৫০০ গৃহস্থ বাস করে, তন্মধ্যে ১৫০০ ঘর কুলী জাতি ও ১০ ০০ ঘর রাজপুত ও বণিক জাতি আছে । ২ ১৭ ৷ টাটা ৷ ই০২ ১৪৮৫ বা ৮১২ শালে সোমীয় ব^শে বে চতদশ সংখ্যার রাজা জামমন্দল কর্তৃক স্থাপিত টাটা নামে এক দেশ, ও তদেশীয় সিন্ধু নদীর তীরে এবং সমুদ্র হইতে ১৩০ ক্রোশ আন্তরে, পৰ্ব্বতে:পরি সিন্ধিয়া দেশীয় ভাগ্যবান লোকের টাটা নামক এক নগর অাছে, বর্ষাকালে ঐ নদীর বন্যাতে টাটা দেশের সমুদয় স্থান জল মল্প হইয়া কেবল এই