পাতা:সন্দেশাবলি.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ४९९ ) এমত কোমল পুস্তুর বৃক্ষ ও আছে, যে অঙ্গুলী দ্বারা পেষণ কৱিলে অল্লায়াষে চূর্ণ হয়, কিন্তু তাহার শিকড় এতাদৃশ কঠিন ষে তাঁহাতে লৌহ ঘর্ষণ করিলে অগ্নির উৎপন্ন হইয়া থাকে, ব্যক্ত আছে, ম্বে এতাবৎ অতিশয় প্রাচীন পুস্তর বৃক্ষ থাকাতে এ গ্রাম পুসিদ্ধ হইয়াছে, ই ১৭৮১ বা ১১৮৮ শালে হয় দরের সৈন্যরা পোট নোৰে হইতে পলায়ন পূবৃক পূৰ্ব্বোক্ত মন্দির ভশ্ন করত, তন্মধ্যস্থ দেবমূৰ্ত্তির ও অঙ্গ চ্ছেদন করিয়৷ ছিল । ২ ৩৪ ৷ ত্রিহুত ৷ বাহার প্রদেশে ত্ৰিহত নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে নেপালের রাজ্যাধীন মকওয়ানপুর ও মকও য়ানি দেশ, দক্ষিণ দিগে হাজিপুর ও বঘপুর, পূৰ্ব দিগে বঙ্গ দেশীয় পূনিয়া নগর, এবণ পশ্চিম দিগে বেটীয় ওহাজিপুর, ই১৭৮৪ বা ১১১১ শালে ত্ৰিহতের তাবত সীমাৰচ্ছিন্ন ৫০৩৩ ক্রোশ ভূমি পরিমিত হইয়াছিল, এ দেশে কোন পৰ্ব্বত নাই কিন্তু সম্মুখের ভূমি অতিশয় উচ্চ, এই ত্রিহুত দেশের দক্ষিণ দিগন্থ তাৰ স্থান হইতে এ স্থানের জল ও বায়ু উত্তম, কিন্তু গ্রীযুকালে এ স্থান অতিশয় উষ্ণ হয়, ত্রিহুত দেশের তাৰ স্থানের উৰ্ব্বর ভূমিতে ইক্ষু ধান, ও নীল পুষ্কৃতি যথেষ্ট জন্মে, এব^ ইহার উত্তর দিগে বৃহৎ বন আছে, সেই বনের নিকট যে নদী আছে, তাহাতে নৌকা গমনাগমন করিতে পারে না, এ পুঘুক্ত তথাকার কাষ্ঠ স্থানান্তরে প্রেরিত হয় না, এখানকার প্রধান নদী ক্ষুদ্র গগুক, বাঘমতী, ও গগরী, পূৰ্বকালে এ দেশের নাম তিরভক্তি ছিল, ক্রমে ব্যত্যয় হইয়। ত্রিহুত হইয়াছে, হিন্দু শাস্ত্ৰে এই ত্ৰিহুতের নাম মিথিলা, জনক রাঙ্গার বসতি কালে এ স্থান