পাতা:সন্দেশাবলি.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( )えや ) লাস্থৎসরিক ব্যায় ১০০০ e হাজার টাকার ও অধিক হইয়। থাকে, এতাৰত স্বনামের অপেক্ষ ৰায়ের আধিক্যপুয়ুক্ত তিনি আপন পুক্তিৰালিদিগের ধনাপহরণ করত, আত্ম্য কৰ্ম্ম নিৰ্বাহ করেন, এ দেশে কোন নদী নাই, এবপ২ ইহার সকল গ্রামের পুযুরিণীর জল ব্যবহার যোগ্য নহে, ও ১২০ হস্ত পরিমিত মৃত্তি কার নিম্নে যে জল আহত হয়, সে ও সচরাচর উত্তম হয় না, এব৯ তাব গ্রামের কূপ সকল লবণায়ু বিশিষ্ট এ দেশে জল কষ্টত প্রযুক্ত কোন ক্রমে শাকাদি জন্মে না, আর এ স্থানে সচরাচর যে পলাণ্ডু প্রাপ্য হয়, তাহ রহিধনপুর হইতে আনীত হইয়। থাকে, রিাদের লোকের দৈন্যতা প্রযুক্ত গোস্ম ক্রয় করণে অক্ষম হইয়া কেবল বাজিরি নামক শস্য এব• মেষ ও ছাগ মা^স ভক্ষণ করে, এব^ গাষ্ঠী ও উষ্ট্র দুগ্ধ পান করিয়া থাকে, এ দেশে উষ্ট্র ও ঘোটক উত্তম জন্মে, থিরাদ নগরে ২৭০০ ঘর গৃহস্থ বাস করে, তন্মধ্যে ৩০ • ঘর বণিক জাতি এব^ ২৪০০ ঘর কুলি, রাজপুত ও সিন্ধিয়ান জাতি, এ নগর প্রাচীর ও বিশ হস্ত গভীর এক থাত দ্বার বেষ্টিত অাছে, এবং বহুকাল পর্যন্ত এ স্থান যোধপুরের রাজার অধীনেছিল, তিনি ইহার কর গুহ৭ জন্যে কথন ২ বহু সৈন্য পুেরণ করতেন । ২৩৮ ৷৷ प्रक्रि* It भूझ कालीन হিন্দু ভগোল বেত্তারা নর্মুদ নদীর দক্ষিণ দিগস্থ দেশ সমূহকে দক্ষিণ দেশ বলিয়া ব্যক্ত করেন কিন্তু হিন্দুস্তানের লোকের নৰ্ম্মদ ও কৃষ্ণ নদীর মধ্যবৰ্ত্তী তাবৎ স্থানকে দক্ষিণ দেশ কছে, ফল তঃ এই কথা অদ্যাপি সবত্র প্রকটিত অাছে, এ দেশে জবনদিগের চিরকাল রাজত্ব হইলে ও কৃষ্ণানদীকে অতিক্রম করিয়া অধিকার হয় নাই, মায় এ নদীর