পাতা:সন্দেশাবলি.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১২৭ } দক্ষিণ দিগস্থ স্থান সকল ভারত বর্ষের দক্ষিণ সীমা বলিয়া ব্যক্ত আছে, ই২ ১৬১০ বাপ ১০১৭ শালে আওরঙ্গজেব দক্ষিণ দেশ জয় করিলে ছয় খণ্ডে বিভক্ত হইয়াছিল, সে সকলের নাম এই ২ থান্দেস, আওরঙ্গাবাদ; বিদর, হয়দরাবাদ বিজয়পুর ও বেরার, এতাবৎ বৃদ্ধদেশে অধিকাংশ হিন্দু, বিশেষতঃ মহারাষ্ট্রীয়দিগের অধীন স্থান সমূহেতে অনেক হিন্দুজাতির বসতিছিল, এবং আরও জাবাদে নিজামের রাজ্যে জৰন জাতি অনেক ছিল, কিন্তু তাহারা হিন্দু জাতির ন্যায় ব্যবহার ও কৃষি কৰ্ম্ম করিত, ই^ ১৭৩৭ বাণ২ ১ ১৪৪ শালে দক্ষিণ দেশে শুলতান আলাঅদ্বিন হোসন কাঙ্গ। ডামিনি স্বাধীন বাদশাহ হইয়া কালবৰ্গ অর্থাৎ বিদর নামক খণ্ডে রাজধানী করিয়াছিল, ও ই^ ১৩৫৭ বাণ ৭৬৪ শালে ইহার মৃত্যু হওয়াতে মহমুদশাহ ভামিনি উত্তরাধিকারী হইয়া ই০২ ১৩৭৪ বাণ২ ৭৮১ শালে পর লোক গমন করিলেন, পুস্তকে লিখে যে এ বাদশাহ দক্ষিণ দেশের যুদ্ধ কালে যে অশ্ব৷ কুট সৈন্য দিগের দল বদ্ধ করিয়াছিলেন, তাহারা ই-লওঁীয় ও তুরকীয় লোক কর্তৃক যুদ্ধের ক্রম শিক্ষিত হইয়াছিল, তৎপরে মজাহেদ শাহ ভামিনি বাদশাহ হইয়া যদ্যপি সি^হল দেশের রামেশ্বরবন্দ পর্যন্ত গমন করিয়াছিলেন, তথাচ নিশ্চিত রূপে সে স্থান অধিকার করিতে পারেন নাই, ই^ ১৩৭৭ বাণ ৭৮৪ শালে কোন ব্যক্তি অকস্মাৎ তাহার প্রাণ দণ্ড করিল, এব০২ দাউদ শাহ ভামিনি বাদশাহ হইয়। ইণ২ ১৩৭৮ বাণ২ ৭৮৫ শালে ঐ রূপে ইহার ও কাল প্রাপ্ত হইল, পরে মহমুদ শাহ ভামিনি এ দেশ অধিকার করিয়া বা ৮০৩ শালে পর লোক গমন করিলেন, এব• এই বৎসর গয়াসদ্ধিন ভামিনী ও সমল