পাতা:সন্দেশাবলি.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( с ) দক্ষিণ পূৰ্বদিগের গুনি নামক স্থানে গমন করিতে হইলে পথিক লোকের এই নুরি গ্রাম দিয়া লকপথবন্দরে ও কচ দেশীয় মহ নাতে উপস্থিত হইয় ফলালী নদী অতিক্রমন পূৰ্বক গমন করে, অপর নুর গ্রামের এক ক্রোশ দক্ষিণ দিগে সৈদপুরে ঐ ফলালী নদী ভাদ্র মাসে ৩০০ হন্ত পুশন্ত হয়, ও তাহাতে দুই বাহু গভীর জল থাকে, ইহার তীরস্থ ভূমিতে কেবল বন ও অত্যন্ত্র কৃষি কৰ্ম্ম হইয় থাকে। ২৮৪ । নেত্রবতী ৷ দক্ষিণ কর্ণাট রাজ্যে পশ্চিম ঘাট নামক পৰ্বত হইতে নেত্রবর্তী না এক ক্ষুদ্রনদা নির্গত হইয় পশ্চিম দিগে অাড়কোলা ও বণ্ট ওয়ালা নগর দিয়া গমন করিয়াছে, জোয়ার সময়ে ইহার জল অাড়কোল নগর অপেক্ষা আর উত্তর দিগে গমন করে না । ২৮৫ ॥ নেপাল ৷ ভারতবর্ষের নানা বৃহৎ দেশের ন্যায় নেপাল নামে এক বৃহৎ দেশ আছে, উত্তর হিন্দুস্থানের তাবৎ স্থান ও আর ২ অনেক দেশ নেপাল দেশ ভুক্ত আছে, ইহার পুত্ব দিগে তদেশীয় গুড়খালি রাজার অধিকার, উত্তর পুত্ব দিগে ধোয়ালক ও লাস্তি দেশীয় নগর, দক্ষিণ পূৰ্ব দিগে বঙ্গ দেশীয় দিনাজপুর, কোচবেহার, রঙ্গপুর, ও বিলাসপুর, ই-২ ১৮০৩ বাণ ১২ ১০ শালে নেপালীয়ের শ্রীনগর অধিকার করিলে শতদ্র, নদী নেপাল রাজ্যের পশ্চিম সীম হইয়। লাহোর দেশকে পৃথক করিয়াছে, নেপাল রাজ্যের প্রধান নগরের নাম গুড়থা, কৈরাত, মেরিঙ্গ, মকওয়ানি, মকোরানপুর, নামজঙ্গ, তাহনন, চৰ্বিশরাজ, কাশী, পালগ ইস্মা, রোলপা, পিটেহ, দুকর, যেওলা, কেয়াইউক, আলমোর ও শ্রীনগর, এব- এ