পাতা:সন্দেশাবলি.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১ ৩১ ) বাদ দিয়া গমনে ৪০০ ক্রোশ, বীরভূমি দিয়া গমনে ৩৪০ ক্রোশ, বারাণসী হইতে বক্লার দিয়া গমনে ১৫৫ ক্রোশ, এব০২ দিল্লি হইতে ১৬১ ক্রোশ, আগরা হইতে ৫৪৪ ক্রোশ, লক্ষ্মেীহইতে ৩১৬ ক্রোশ । ৩০৩ ৷৷ পাটান। গুজরাট দেশের নামক স্থানের পূর্বদিগে পাটান নামক এক স্থান আছে, তথা বসতি অল্প, গুজরাট দেশীয় দলুর এ স্থানে আগমন করিয়া প্রজাদিগের ধনাদি অপ হরণ করে, আর এ স্থানের গুজরাট দেশীয় নেহরি ওয়ালা নামক প্রাচীন রাজধানী জবন জাতীয় বাদশাহকর্তৃক আহম্মদাবাদ নামে ব্যক্ত ছিল, কিন্তু তদেশীয় আধুনিক লোকের পাটান নামে খ্যাত করিয়াছে, প্রায় ত্রিশবৎসর হইল, এ স্থানে রাহধনপুরের নবাবের পিতা কমালদ্বিনের অধিকার ছিল, তিনি দামনাজী গুই কুঙার নামক এক ব্যক্তির যুদ্ধে পরাজিত হইয়। এই স্থান ও ইহার অন্তঃপাতি তাবৎ গ্রামের অনধিকারী হইয়াছিল। ৩০৪৷৷ পার্টু। গুজরাট প্রদেশে পাটু নামক এক বৃহৎ রাজ ধানী নগর অাছে, এ নগর যে তিন প্রাচীর দ্বারা বদ্ধ ছিল, এইক্ষণে সে ভগ্ন হইয়া স্থানে ২ পতিত হইয়াছে কিন্তু তাহার মধ্যৱৰ্ত্তী প্রাচীর বেষ্টিত যে থাত সে অদ্যাপি আছে শুযুকালে ও তাহাতে জল অধিক থাকে, পূৰ্ব্বকালে এ স্থান বলবন্ত ও প্রসিদ্ধ ছিল, এবং গুজরাটের বৃত্তান্তে ইহার অনেক প্রশ^স আছে, এই পাটু নগরের উত্তর দিগে যে এক পুষুরিণী আছে, তদার সে দিগ দিয়া বিপক্ষ লোকের নগর প্রবেশ করণে প্রতি বন্ধক হই য়াছে, এবং তদিগস্থ তাবৎ গ্রামে কৃষি কৰ্ম্ম উত্তম রূপ হয়, 事