পাতা:সন্দেশাবলি.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( %), 3 ) দির ক্ষেত্র এবণ২ জলাশয় কিন্তু তথাকার ভূমি উৰ্ব্বর নহে, বিজয় নগরের রাজধানী পৃ^স হইলে মহারাষ্ট্রীয় রাম স্বামী নামক এক ব্যক্তি এ নগর স্বাধীন করিয়াছিলেন, পরে মোগল জাতীয় বাদশাহের সেনাপতি কালিম র্যার অধীন সৈন্যেরা জয় করিল, পুনৰ্ব্বার মহারাষ্ট্ৰীয়েরা জয় করিয়া পানিপতের যুদ্ধ পর্যন্ত অধিকারী ছিল, পরে নিজাম ঐ কর্তৃক আক্রান্ত হইয়া ক্রমে হায়দর জয় করিল, এই নগরে টীপু শাহের অমাত মির সাদক জন্ম গ্রহণ করিয়াছিলেন। ৩৩১ ॥ পেসাওয়ার ৷ কাবুল দেশে তদেশীয় কামে নামক নদীর দক্ষিণে ও সিন্ধু নদীর ৪০ ক্রোশ পশ্চিমে আফগানদিগের পেসাওয়ার নামে এক বৃহৎ নগর অাছে, তাহাতে যথেষ্ট বসতি কিন্তু সে স্থান নিযু, এব^ তাহার চতুদিগে জলাশয় আছে, তখ পুযুক্ত অতিশয় পীড়াকর স্থান হইয়াছে, এব^ গ্রীষ্মকালে অতি শয় গ্রীষ্ম হয়, সিন্ধু নদীর তীর হইতে এ স্থানের দক্ষিণ পশ্চিম দিগ দিয়া এক পথ আছে, এবণ২ অাকোর নামক স্থানের অতীত যে সকল স্থান আছে, তথা পুস্তর ও বালুকাময় ভূমি কিন্তু সে অবধি পেসাওয়ার পর্যন্ত স্থানে ২ কৃষি কৰ্ম্ম হয়, এই নগর আকবর বাদশাহ স্থাপন করিয়াছিলেন, তিনি এ নগরে আফ গানদিগের বাণিজ্য কৰ্ম্মকরণে অনভিমত জানিয়া পঞ্জাব দেশের লোক সমূহকে ব্যয়োচিত ধন পুদান করত সে স্থানে বাস করাইয়াছিলেন, এ নগরে হিন্দু ও জবন ও এহুদিরা বাস করে, আর এ স্থানে যত স°২থ্যক ব্যবসায়ী লোক আছে, তন্মধ্যে শাল বস্ত্র ব্যবসায়ী অধিক, এ নগরের হট্টে খাদ্য দ্রব্য যথেষ্ট পাওর। IR | 99 ||