পাতা:সন্দেশাবলি.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(8 ο 2 ) বদরিকাশম i৷ উত্তর হিন্দুস্থানের উত্তর সীমাতে বদরিকাশুম নামে এক দেশ আছে, ইহার দক্ষিণ দিগে শ্রীনগর, ঐ দেশের পর্বত শ্রেণী হিমালয় পৰ্ব্বতের সহিত যুক্ত হইয়াছে, তীর্থ যাত্রিরা কহে যে এ স্থানে অহরহঃ শিশির পতিত হয়, এব০১ তথা গঙ্গা ও অন্যান্য নদীর উৎপত্তি হইয়াছে, এবম্বিধ সে কতিপয় বৃত্তান্ত তাহার ব্যক্ত করে তদ্ভিন্ন এ স্থানের অার কোন বিশেষ বিবরণ প্রকাশ নাই, উক্ত দেশে যথেস্ট বদরিকা বৃক্ষ শ্রেণী থাকাতে তাহার নাম বদরিকাশ্রম হইয়াছে। ৩৪৩ ৷৷ বন্দেলখণ্ড 11 আলাহাবাদ প্রদেশে কেন ও বেটা এই উভয় নদীর মধ্যস্থলে বন্দেলখণ্ড নামে এক বৃহদেশ আছে, এই দেশের স্থানে ২ যে সকল উৰ্দর ভূমি আছে তাহাতে কৃষি কৰ্ম্ম উত্তম রূপ হয় না, এবং এ দেশের সম্মুখের বৃহন্নিবিড় বনে যে ভিন্ন জাতীয় সেগুণ বৃক্ষ আছে সে প্রকৃত সেগুণের অনুরূপ অর্থাৎ কিঞ্চিৎ বিশেষ, উক্ত দেশের চতুঃপাশ্ব নানা পৰ্ব্বত দ্বারা এতাদৃশ রূপে বদ্ধ হইয়াছে, যে বোধ হয় পৃথিবীর মধ্যে তদ্রুপে বদ্ধ আর কোন দেশ নাই, আকবর সাহের রাজত্ব কালীন এই দেশের পান্ন। নামক স্থানে এক হীরকের খনি ছিল, তাহাতে ৮ লক্ষ টাকা উপস্বত্ব হইত, চতুর্শাল রাজার রাজ্য কালে বন্দেলখণ্ড তৎকালিক ফরকুাবাদ নগরস্থ সৈন্যের অধ্যক্ষ পাঠান জাতীয় মহমুদ খুঁ। বঙ্গিশ কর্তৃক আক্রান্ত হইলে দক্ষিণ দেশস্থ পেশোয় দেওবাজিরাও উক্ত রাজা কর্তৃক আহত হইয়। তথা গমন পূদক ঐ মহমুদ খাঁ বঙ্গিশকে পরাভূত করত নিরাকরণ করিল, তাহাতে চত্বশীল রাজা আপন রাজ্য বিভাগ করিয়া বাজিরাওয়ের দুই পুত্রকে অপর্ণ করিলেন, তদবধি য