পাতা:সন্দেশাবলি.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ ९ ९ ) বা^ ১২১০ শীলে উত্তর সরকারের পাচ এণ্ড মধ্যে এই নগর এক খণ্ড বিবেচিত হইয়াছে, এই নগর মন্দিরাজ হইতে ৪৮৩ ক্রোশ, নাগপুর হইতে ৩১৪ ক্রোশ, হায়দরাবাদ হইতে ৩৫৫ ক্রোশ এব^ কলিকাতা হইতে ৫৫৭ ক্রোশ অন্তর। ৩৬৫ ৷৷ বিদর ll দক্ষিণ দেশে বিদর নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে আওরঙ্গাবাদ ও নাদিয়ার, দক্ষিণ দিগে কৃষ্ণানদী, পূৰ্ব্ব দিগে হায়দরাবাদ, পশ্চিম দিগে বিজয়পুর, এ দেশের দীর্ঘ পরিমাণ ১৪০ ক্রোশ ও প্রস্থ সৰ্ব্বশুদ্ধ1 ৬৫ ক্রোশ হইবেক, ইহার সমুথের ভূমিতে অনেক ক্ষুদ্র ২ পৰ্ব্বত আছে, এ দেশের প্রধান নগর বিদর, কালবৰ্গা, ও কালিয়ানি এব°২ তথাকার প্রধান নদী কৃষ্ণ, ভীমা, গোদাবরী, এই সকল নদীর জল দ্বারা এই দেশে কৃষি কৰ্ম্ম নিৰ্ব্বাহ হয়, বিদরের রাজধানীর নিকট তৈলঙ্গীয়, মহারাষ্ট্রীয়, কর্ণাটীয়, এই তিন ভাষা মিশ্রিত হইয় প্রচলিত হইয়াছে, যৎকালীন এই দেশে হিন্দুদিগের অধিকার হইয়াছিল, তখন ইহাতে যথেষ্ট লোকালয় ছিল, এইক্ষণে ন্যূনতা হইয়াছে, এ স্থান অনেক কাল ব্যাপিয়া জবনা ক্রান্ত হইয়া ও অদ্যাবধি তথা অনেক হিন্দু জাতির বাস আছে, এই দেশে যে সকল বাদশাহ হইয়াছিলেন, তন্মধ্যে ই• ১৩৪৭ বাণs ৭৫ ৪ শালে সোলতান আলাউদ্ধিন হোসেন কাঙ্গা ভামিনী প্রথম বাদশাহ হয়েন, তাহার রাজধানী এ দেশের কালবৰ্গ নগরে হইয়াছিল, তৎপরে নিজামশাহি, আদেলশাহি ও কোতব শাহির ব^শোদ্ভবের ডামিনীদিগের ভগ্ন রাজ্যে রাজত্ব করিয়া ছিলেন। ৩৬৬ ৷৷ বিষ্ণুপুর tা বঙ্গদেশে বদ্ধমান ভুক্ত বিষ্ণুপুর নামে এক অতিপ্রাচীন দেশ অাছে, ই০২ ১৭৮৪ বাণ ১১৯১ শালে