পাতা:সন্দেশাবলি.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &&心 ) ২০ ০০ ০০ লক্ষ লোক আছে, তাহার দশ অ^শের একাণ২শ জৰন, আর সমুদয় হিন্দু, ই২ ১৫ ১০ ৰা- ১১৭ শালে দক্ষিণ দেশীয় ভামিনী রাজ্য বিনষ্ট হইলে যে সকল খণ্ডে ৰিভক্ত হয়, তন্মধ্যে এই বেরার দেশের দক্ষিণ দিগস্থ উ4েদশাহি নামক স্থান উৰ্ম্মেৰ উলমুলক দ্বার স্থাপিত হয়, তাহার নামানুসারে উক্ত স্থান খ্যাত হইয়াছে, তাহার চারি পুরুষ পর্যন্ত রাজ্য করিয়াছিল, তন্মধ্যে শেষ বাদশাহ বোরহান উম্মেদ শাহের নিকট হইতে তাহার অমাত্য ওফাল র্যা বল দ্বার রাজ্য গ্রহণ করিয়াছিল, এব^ তাহার নিকট হইতে মুরতিজা নিজাম শাহ অধিকার করিয়া ই^ ১৫৭৪ বাণ ১৮১ শালে আওরঙ্গ। বাদ ভুক্ত করিল, তাহার রাজত্বের পরে অর্থাৎ ই ১৭০০ ৰা- ১১০৭ শালে এ দেশ মোগল রাজ্যাধীন হইল, পুৰুকালে এ দেশের কোন ২ লোক নর্মদা ও তপতী নদীর মধ্যৰৰ্ত্তী পৰু" তোপরিস্থ কাল ভৈরব নামক দেবমূৰ্ত্তির সম্মুখে স্বেচ্ছাক্রমে প্রাণ ত্যাগ করিত। ৩৭১ ৷৷ বেরিলি tা দিল্লী প্রদেশে জুয়া ও শঙ্কর নদী যে স্থানে পরল্পর যুক্ত হইয়াছে, তথা হইতে ৪০ ক্রোশ অন্তরে রোহেল খণ্ড সমৃক্ত বেরিলি নামে এক বৃহন্নগর আছে, তথা অনেক বসতি ও এক প্রাচীন দুর্গ আছে, উক্ত নগরে কোনকালে রোহিলার সৈন্যাধ্যক্ষ হাফেজ রহমতের রাজধানী ছিল, তিনি কাটির নামক স্থানের যুদ্ধে হত হইয়াছিলেন, তাহার সমাজ এই নগরে অাছে, উক্ত নগর মধ্যে তৈজস পাত্র যথেষ্ট প্রস্তুত হয়, ই• ১৭৭৪ ৰা- ১১৮১ শালে ঐ হাফেজ রহমত বেরিলিনগর ও অযোধ্য রাজ্য ষ্ট-লগুীয়দিগকে প্রদান করিয়াছিলেন, কিন্তু ই ১৮০২ বাপ ১২০১ শালে ইহার ঐ হাফেজ রহমতকে উক্ত নগর