পাতা:সন্দেশাবলি.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) ( ) পুত্রের উত্তর দিগে উত্তর পাড়া, এব° দক্ষিণ দিগে দক্ষিণ পাড়া, তদ্ভিন্ন এই নদদ্বারা এক বৃহৎ উপদ্বীপ হইয় উচ্চ ও নিমু আশাম নামে দুই খণ্ডে বিভক্ত আছে, এবণ২ বঙ্গদেশহইতে এ দেশে প্রবেশ করিলে ব্ৰহ্মপুত্রের উত্তর দিগে কান্ধার চৌকিতে, ও দক্ষিণ দিগে নাগর বাটীতে, এ দেশের আরম্ভ দেখা যায়। আশাম দেশের মহত্বপ্রযুক্ত সেখানে যত নদী আছে, ততোধিক আর কোন দেশে নাই, যেহেতুক তথা ৬১ সপ২থ্যক নদ নদী নির্ণয় হইয়াছে কিন্তু ব্ৰহ্মপুত্র নদের আরম্ভস্থান ব্যক্ত নাই, ই২ ১৫ ৮২ বা ১৮১ শালে আবলফজলকর্তৃক লিথিত আছে, যে আশাম রাজ্য কামরূপে যুক্ত ছিল, ও তথাকার রাজা অনেক ঐশ্বৰ্য্যশালী ছিলেন, পরে তিনি লোকান্তর গমন করিলে তাহার অনুচর, ও অনুচরীর ইচ্ছাপূর্বক এই রাজার শবের সহিত আপ নারাও সমাধিগ্রহণ করিয়াছিল। অাশাম দেশে শাকাদি উৎ পন্ন হয়, এব০২ পশ্বাদি ও লোকের বল বঙ্গদেশীয়েরদিগের ন্যায় হইয় থাকে, অধিকন্তু এ দেশে স্বণ জন্মে, আশামের প্রধান নগ রের নাম জারগা" এ স্থানের রাজা বহুকাল পর্যন্ত রাজ্য করত স্বৰ্গীয় রাজা নামে খ্যাত হইয়াছিল, কিন্তু ই ১৭১০ বা ১১ ১৭ শালে মমারিরা ইহার বিদ্রোহী হইয়া রাজগৃহ, ও দুর্গ সম ভূমি করিয়াছিল, তৎপরে যবন জাতিরা যে কোন সময়ে এ দেশ আক্রমণপূর্বক ঐ তাবৎ দুরবস্থা দৃষ্টি করিয়াছিল, তাহার কিছু নিদর্শন নাই, ই২ ১৬৩৮ বাণ ১০৪৫ শালে শাহজাহান বাদশাহের রাজ্য কালে আশাম দেশীয়েরা বুহ্মপুত্র নদ দিয়া আগমনপূৰ্ব্বক বঙ্গ দেশ আক্রমণ করিয়াছিল, কিন্তু ঐ বাদ শাহের সৈন্যকর্তৃক পরাভূত হওয়াতে, আশামের সম্মুখস্থ কিয়