পাতা:সন্দেশাবলি.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ९ १० ) যে বৃহৎ নগর স্থাপিত হইয়াছে, তন্মধ্যে এক বলবন্তু দুর্গ আছে, এই নগরস্থ লোকের অনেক বৎসর পর্যন্ত কাবুলের আফগান জাতীয় বাদশাহের যে অধীনত্ব স্বীকার করিয়াছিল, সে নাম মাত্র, ই^ ১৮০৬ বাণ ১২ ১৩ শালে লাহোরের রাজা রণজিত লিণ২হ উক্ত নগর অধিকার করিয়া আপন সৈন্য গারে শস্যাভাব দেখিয়া এই স্থানের তাবৎ শস্যাদি অপহরণ করিলেন, ই-২ ১৮০১ বা^ ১২১৬ শালে এ স্থানের নবাব সিন্ধিয়ার রাজাকে কর দিতে স্বীকার করিয়াছিল ৷ ৪০৪ ৷৷ মেঘনা ৷ বঙ্গ দেশীয় শ্রীহট্টের উত্তর দিগের পর্বত হইতে নির্গত কতিপয় নদী পরল্পর মিলিত হইয়। মেঘনা নামে থ্যাত হইয়াছে, এই নদী ব্ৰহ্মপুত্র নদের সহিত যুক্ত হইবার পূৰ্ব্বে অল্প পরিসর বিশিষ্ট হইয় তাহার সহিত সন্মীলন পূৰ্ব্বক স্বনামে বিখ্যাত হইয়া গমন করিয়াছে, এই নদী ঢাকা নগরের ১৮ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে প্রথমতঃ ইচামতী পশ্চাৎ দুলেশ্বরী বুড়িগঙ্গা, লক্ষ্মীয়া ও নানা ক্ষুদ্র নদীতে যুক্ত হওয়াতে অত্যন্ত প্রবল হইয়। দক্ষিণ পূৰ্ব্ব দিগে গমন পূৰ্ব্বক গঙ্গাসাগরের মিলনে আরো বৰ্দ্ধিত হইয়। বঙ্গদেশীয় মহনাতে গমন করি য়াছে, এই প্রশস্ত নদীর দ্বারা সন্দিপ হাটীয়া বামোনি প্রভৃতি যে সকল উপদ্বীপ হইয়াছে, তন্মধ্যে দক্ষিণ শাহাবাজপুর নামে যে এক উপদ্বীপ অাছে তাহার দীর্ঘতা ৩০ ক্রোশ ও প্রস্থতা ১ ২ ক্রোশ ॥ ৪০ ৫ ৷৷ C.মদিনীপুরাউলি প্রদেশে মেদিনীপুর নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে রামগড় ও বদ্ধমান, দক্ষিণ দিগে ময়র ভণ্ডদেশাধীক্ষের স্বাধীন রাজ্য ও বালেশ্বর, পূৰ্ব্ব দিগে বদ্ধমান হুগলি ও সমুদ্র, এবং পশ্চিম দিগে লি৭২ভূমি ময়ুরভঞ্জ ও রাম