পাতা:সন্দেশাবলি.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *、br8 ) ও তথা উক্ত নগরীয় সৈন্যদিগের শিবির আছে, ঐ গিরিগ্রাম নগর দীঘে ১২ ক্রোশ ও পুস্থে ১০ ক্রোশ হইবেক, এই নগরের পশ্চিম দিগে যে এক বৃহৎ সেতু আছে রুদ্র সিংহের রাজাকালে বঙ্গদেশীয় কারুগণ দ্বারা তাহ নিৰ্ম্মিত হইয়াছিল, সেই সেতু তথাকার দুর্গের পশ্চিম দ্বার ৪১৪ । রণll গুজরাট দেশের পশ্চিম সীমাতে রণনামক এক বৃহৎ লবণাক্ত জলাশয় আছে, এব^ তাহার তীরে কিয়দর ব্যাপিয়৷ রণ নাম পুসিদ্ধ হইয়াছে, ঐ জলাশয় তথা হইতে গমন পূৰ্ব্বক কচ দেশের মহনাতে যুক্ত হইয় তাহার উত্তর দিগে বহু শত ক্রোশ গমন করিয়াছে, কোন ২ স্থানে এই জলাশয়ের পরিসর অত্যন্ত বৃহৎ কিন্তু তথা অত্যন্ত্র জল থাকে, এব^ কোন ২ স্থানে ইহার জলের ভয়ানক তরঙ্গ ও অতিশয় বেগগতি আছে, পূৰ্ব্ব কালে উক্ত রণ জলাশয় সমুদ্রের সহিত যুক্ত ছিল এইক্ষণে তাহ নাই এমত বোধ হয়, রণ জলাশয়ের তীরে পুরি তাবৎ মরুভূমি এই নিমিত্তে কোন শস্যাদি জন্মে না। ৪ ১৫ ৷ রাইকোটা n এরঙ্গপত্তনের ১৮ ক্রোশ উত্তর পূৰ্ব্ব দিগে কর্ণাট দেশের অন্তভাগ ব্যাপিয়া রাইকোটা নামে এক নগর আছে, টীপু শাহের সহিত মারকুইস ওএলিসলির সন্ধি হইলে উক্ত শাহেব তাহাকে এই নগর অপর্ণ বরিয়াছিলেন, উক্ত নগর অতিশয় উচ্চ এবং তথাকার জল ও বায়ু এতাদৃশ শীতল যে গ্রীযুকালে সেই শৈত্য পরিমাণ করিলে থরমামেটর অর্থাৎ শীত ও গ্রীষ্ম পরিমায়ক যন্তে ৮২ ক্রম পয়ন্তি পরিমাণ হয়, এই নগর অত্যন্ত শীতল পুষুক্ত তথা এক পুকার ইউরোপীয় ফল যথেষ্ট জন্মে, রাইকোটার সম্মুখ স্থানের লোকের কর্ণাটীয় তামুলীয় ও তৈলঙ্গীয় এই তিন পুকার ভাষা মিশ্রিত করিয়া