পাতা:সন্দেশাবলি.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R> の ) ছিলেন, পরে ই০২ ১৪৭১ বাণ২ ৮৭৮ শালে তদেশীয় ভামিনি বাদশাহদিগের অধিকার হইল, ই০২ ১৭ ৫৩ বাণ২ ১ ১৬০ শালে দক্ষিণ দেশাধ্যক্ষ সলাবতজঙ্গ কর্তৃক এই দেশ ফুন্সিদিগকে অপিত হয়, পরে ই ১৭৬৫ বা^ ১১৭২ শীলে লার্ড কুইব দ্বারা ই০২লওঁীয়দিগের অধিকার হওয়াতে এই দেশ এক খণ্ড ধরিয়া উত্তর সরকার পঞ্চ খণ্ড যুক্ত হইয়াছে, রাজামন্দ্রি দেশ হয়দরাবাদ হঠতে ২৩৭ ক্রোশ, মন্দিরাজ হইতে ৩৬৫ ক্রোশ এবণ কলিকাতা হইতে ৬৬৫ ক্রোশ অন্তর । ৪২৩ ৷৷ রামগিরি li মহিশুর রাজ্যে শ্রীরঙ্গপত্তন হইতে ৫০ ক্রোশ উত্তর পর্ব দিগে রামগিরি নামে এক নগর আছে, এই নগর ও ইহার দুর্গের নিকটবর্তি গ্রাম সকল অতিশয় ব্যাঘু ভীতি স্থান, ঐ দুর্গ পৰ্ব্বতোপরি এতাদৃশ রূপে স্থাপিত যে সেই দুৰ্গন্ত সৈন্যের যুদ্ধ না করিলে ও কোন শত্র, পক্ষীয়ের সহসা আক্রমণ করিতে পারে না, ঐ পৰ্ব্বত তীর্থস্থান প্রযুক্ত তথা অনেক সুহৃণ বাস করেন, তথা যে এক প্রকার বন্য মনুষ্য আছে, তাহারা ফল মূলাহার ও মৃগয়া দ্বারা যে সকল পশু ধারণ করে তাহার মা0২স ভক্ষণ করিয়া দিনপাত করে, এবপ২ কথন ২ ঐ পৰ্ব্বতের নিযু ভাগের কুযকদিগের নিকটে ফলকদাদ ও মোম মধু প্রদান করিয়া তৎপরিবর্তে শস্য গ্রহণ করে, ইহার তামুল ও তৈলঙ্গীয় ভাৰ্য ব্যবহার করিয়1 থাকে, এব০২ এই পৰ্বতের স্থানে ২ যে সকল থাত অাছে তাহারদিগের জল অতিশয় শীতল, উক্ত পৰ্ব্বতের নিকটবৰ্ত্তি নানা পৰ্ব্বতে লাক্ষা জন্মে, সেই লাক্ষা যে বৃক্ষ দ্বারা প্রস্তুত হয় তাহাকে জাল বৃক্ষ বলে। ৪২s ॥ রামনাদ ll দক্ষিণ কর্ণাটে কেপ কমোরিন হইতে ১৩০ ক্রোশ উত্তর পূৰ্ব্ব দিগে মারওয়াস নামক স্থান সমৃক্ত রামনাদ