পাতা:সন্দেশাবলি.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( bo o ) জন্যে এক দল সৈন্য রক্ষা করিয়াছিলেন, তিনি ঐ দাউদ স্থাকে আশ্রয় প্রদান করিলেন, উক্ত গ্ৰী কোন সময়ে এক গ্রাম লুট করিতে গিয়া তথা হইতে জাট জাতীয় এক মনুষ্যকে ধারণ পূৰ্বক স্বদেশে অনিয়ন করিয়া আলি মহম্মদ নাম প্রদান করত আপ নার পালিত পুত্ৰ করিয়াছিলেন, এই আলি মহমুদ দাউদ র্যার উত্তরাধিকারী হইয়া হিন্দুস্থানের এই রোহেল খণ্ডে আপনার প্রভুত্ব বিস্তার করিল, তৎকালে দিল্লির মোগল সৈন্যেরা এই স্থানে আগমন পূবৃক দৌরাত্ম্যকরিত, ই২ ১৭৪৮ বা ১১৫৫ শালে ঐ আলি মহম্মদের লোকান্তর প্রাপ্তি হইলে তাহার ছয় পুত্রের মধ্যে হাফেজ রহমত নামক পুত্র উত্তরাধিকারী হইয় ছিলেন, ই০২ ১৭৭৪ বাণ২ ১১৮১ শালে পাঠানদিগের সৈন্যেরা কতির নামক স্থানে ই-২লণ্ডয়দিগের সৈন্য কর্তৃক পরাভূত হইল, এব০২ তৎকালে হাফেজ রহমত বিনষ্ট হওয়াতে হিন্দু স্থানে রোহিল দিগের রাজত্বের শেষ হইল, উক্ত রোহেল- ও ই^লণ্ডীয়দিগের অধিকার কালে অতিশয় পুসিদ্ধ ছিল, এব০২ তাহাতে বৎসর ২ অাশীলক্ষ টাকা উৎপন্ন হইত কিন্তু ত্বরায় হ্রাসাবস্থা হইয়। ই ১৭৯৫ বা ১২০২ শাল পর্যন্ত কেবল ৩৬০ ০০ ০০ লক্ষ টাকা উপস্বত্ব হইয়াছিল, এবং ই-২ ১৮০১ বাপ ১২০৮ শালে অযোধ্যার নবাব কর্তৃক ষখন রোহেল খণ্ডের তাবৎ স্থান ই-২লধীয়দিগকে অপিত হয়, তখন ইহার সম্যক প্রকারে হ্রাস হইয়াছিল, উক্ত রাজ্য ইদানী বরেলি দেশ ভুক্ত হইয়াছে। ৪৩১ ৷৷ লকপতবনীর ll কচ দেশীয় মহনার সহিত এক লবণাক্তজলার যুক্ত স্থলে লকপতরন্দর নামে এক নগর আছে, পূৰ্ব্বকালে এ নগরে যথেষ্ট দুব্যের বাণিজ্য হইত, এইক্ষণে