পাতা:সন্দেশাবলি.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8 ९ ) সুমাত্র উপদ্বীপের উপরে বক্র ভৰে পতিত হইয়াও তাহাকে সমান অপাশে বিভাগ করে, সুমাত্র উপদ্বীপে বজ্রপাত বিদ্যুৎ ও ভূমি কন্ন সৰ্বদ হয় কিন্তু তাহাতে প্রায় কোন পুণির হানি হয় না, আর যে বৃক্ষ দ্বারা কপূর পুস্থত হয় সেই বৃক্ষ উক্ত উপ দ্বীপে যথেষ্ট আছে, তভিন্ন যে আর এক প্রকার বৃক্ষ আছে তাহাকে বিষবৃক্ষ বলে কিন্তু ইহার শাখাতে পক্ষির ও তাহার ছায়াতে মনুষ্যের বাস করিয়া কিঞ্চিম্মাত্র আয়াস পুপ্তি হয় না, এই স্থানের লোকের মাহিষদুগ্ধ হইতে যথেষ্ট নবনীত পুস্থত করে, এব০২ তাহারা সেই মহিষের মাe২স ভক্ষণ করে, এই উপদ্বীপের ঘোটক সকল ক্ষুদ্র ২ কিন্তু অতিশয় বলশালী হয়, এখানকার বন মধ্যে যে সকল হস্তী বাস করে তাহার অধিক স~থ্যক হস্তী পূত হইয় অচিন দেশীয় বাদশাহের নিকট পুেরিত হয়, এবং সেই সকল বনে এক ও দুই শৃঙ্গবন্ত অনেক গণ্ডার অাছে তাহারদিগের শৃঙ্গের গুণশক্তি দ্বারা বিষ সকল তেজে ভুষ্ট হয়, পূৰ্বকালে সুমাত্র উপদ্বীপে যথেষ্ট গোলমরিচ জন্মিয় ইংলণ্ডীয়লোক কর্তৃক দেশান্তরে প্রেরিত হইত ইদানী৯ তাহার ন্যূনতা হইয়াছে, এথানকার লোকদিগের কোন এক ব্যক্তি ঋণ গ্রহণ করিলে তাহার পরিবারস্থ সকলে ঋণী হয় অর্থাৎ তন্মধ্যে অণ২শী ও নির০২শী বিশেষ নাই, এব০২ কোন ব্যক্তির মৃত্যু হইলে তাহার পুত্রের সকলে পিতৃধনের সমানাংশ প্রাপ্ত হয়, অর্থাৎ জ্যেষ্ঠ মধ্যমাদির ন্যুনাধিকাংশ নাই, এই উপদ্বীপের লোকদিগের হস্তপদাদি ক্ষুদ্র ২ ও পিঙ্গল বর্ণ ইহার দীর্ঘ নখ রক্ষা করে ও স্বর্ণ দ্বারা দন্ত মণ্ডিত করিয়া থাকে, এই স্থানে স্ত্রী পুরুষ উভয় জাতিই বৃদ্ধাবস্থাতে পুয়ি চিকিৎসা করে কিন্তু তথা শাস্ত্রানুযায়ী ঔষধ নাই কেবল মুষ্টিযোগ করিয়া