পাতা:সন্দেশাবলি.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৫২ ) দিগে হিমালয় পৰ্ব্বত শ্রেণী এই পৰ্ব্বত এই স্থানের সিন্ধু নদের তীর হইতে আরম্ভ হইয়। কাশ্মীরের উত্তর দিগ পর্যন্ত ব্যাপ্ত হওয়াতে হিন্দুস্থানের উত্তর সীম৷ হইয়াছে, উক্ত স্থানের দক্ষিণ দিগে সমুদ্র পশ্চিম দিগে সিন্ধু নদ পূৰ্ব্ব দিগে ত্রিপুরার পর্বত ও ঢাকার এক বৃহৎ বন আছে, এই সীমাবচ্ছিন্ন ভূমি প্রায় ১০২০ ০০০ ক্রোশ, সে ইদানীণ চারিখণ্ডে বিভক্ত হইয়াছে, অর্থাৎ উত্তর হিন্দুস্থান ইহার পশ্চিম দিগে কাশ্মীর ও পূৰ্ব্ব দিগে ভূতান এই উভয় দেশের মধ্যস্থলে যে সকল পৰ্ব্বতীয় দেশ আছে তাহারদিগের পৰ্বত দিল্লি অযোধ্যা বাহার ও বঙ্গদেশের সম্মুখস্থ পৰ্বত শ্রেণী হইতে আরম্ভ হইয়াছে, হিন্দুস্থানের দ্বিতীয় খণ্ডের নাম প্রধান হিন্দুস্থান তাহার দক্ষিণ দিগে নৰ্ম্মদ নদী এই নদীর নিকট হইতে দক্ষিণ দেশ আরম্ভ হইয়াছে, হিন্দু স্থানের মধ্যে উক্ত খণ্ড অতিশয় ধনাঢ্য স্থান তথা হিন্দু ও জবন গণের প্রখ্যাত ৰূপে রাজত্ব করিয়াছে, তথাকার লোকের রূপ ও গুণ ও বলশালী এবং অতিশয় সভ্য, হিন্দুস্থানের তৃতীয় খণ্ডের নাম দক্ষিণ দেশ তাহার উত্তর দিগ দিয়া নর্মদা নদী ৰহ মান হইয় গঙ্গার পশ্চিম শাখার ন্যায় সমরেখাতে গমন করি য়াছে, এই খণ্ড মধ্যে আওরঙ্গাবাদ থান্দেল বিদর হয়দরাবাদ নাদিয়ারউত্তর সরকার বেরার গণ্ডওয়ানা ও বিজয়পুরের অধি কা~শ এবশ উড়িলা প্রভৃতি দেশ আছে, উক্ত খণ্ড দিয়া কৃষ্ণ ও মানপূয়ৰ নদী গমন করিয়াছে, বোধ হয় যে জবনজাতীয় কর্তৃক প্রধান হিন্দুস্থান আক্রান্ত হওনের অনেক কাল পরে ঐ অাওরাঙ্গাবাদ ইত্যাদি দেশ তাহারদিগের অধিকার হয়, যেহেতুৰু উক্ত জাতীয়দিগের অল্পকাল অধিকার থাকাতে তথা কার ছিন্মদ্বিগের রত্যাদি উত্তম রূপ আছে, হিন্দুস্থানের যে